Advertisement
১৬ এপ্রিল ২০২৪

সেপ্টেম্বরেও বর্ধিত বেতন নয়!

প্রাথমিক স্কুল শিক্ষক-শিক্ষিকাদের বর্ধিত হারে বেতন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। গত অগস্ট মাস থেকে বর্ধিত বেতন কার্যকর করার কথাও জানানো হয়েছিল। কিন্তু তা করা হয়নি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

 নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫৫
Share: Save:

প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির তরফে অবর বিদ্যালয় পরিদর্শকদের দেওয়া এক নির্দেশিকা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। তারপর সেপ্টেম্বর মাসেও বর্ধিত বেতন পাওয়া যাবে না, আশঙ্কা করছেন জেলার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকরা।

প্রাথমিক স্কুল শিক্ষক-শিক্ষিকাদের বর্ধিত হারে বেতন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। গত অগস্ট মাস থেকে বর্ধিত বেতন কার্যকর করার কথাও জানানো হয়েছিল। কিন্তু তা করা হয়নি। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক অরূপকুমার ভৌমিকের অভিযোগ, ‘‘গত ২৫ জুলাই রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের অগস্ট মাস থেকে বর্ধিত হারে বেতন দেওয়ার কথা ঘোষণা করেন। জারি হয় সরকারি বিজ্ঞপ্তিও। সম্প্রতি জেলা প্রাথমিক সংসদ সভাপতি অবর বিদ্যালয় পরিদর্শকদের আগের বেতন কাঠামো অনুযায়ীই বেতন দেওয়ার কথা বলেছেন। তাই হয়তো সেপ্টেম্বর মাসেও বর্ধিত হারে বেতন পাওয়া যাবে না।’’

এই প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি মানস দাস বলেন, ‘‘অগস্ট মাস থেকেই শিক্ষক-শিক্ষিকাদের বর্ধিত হারে বেতন দেওয়া হবে। কিন্তু বর্তমানে অনলাইন পদ্ধতিতে বেতন দেওয়ার যে ব্যবস্থা রয়েছে, তার সিস্টেম আপডেট করতে হবে। এ জন্য কিছুটা সময় লাগছে। এ নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের আশঙ্কার কিছু নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Primary Teacher Salary
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE