E-Paper

ধর্ষণের প্রতিবাদে পথে বিজেপি ও বামেরা

বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে নন্দকুমার বাজারে এ দিন বিক্ষোভ-মিছিল হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ০৬:৩৬
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

কলকাতায় সরকারি আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। রবিবার সারাদিন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তেও বিক্ষোভ ও ধিক্কার মিছিল এবং সভা করেছে বিরোধী বিজেপি ও বামেরা।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে নন্দকুমার বাজারে এ দিন বিক্ষোভ-মিছিল হয়। হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের উপর তিন মাথার মোড়ের কাছে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। বিজেপির রাজ্য কমিটি সদস্য তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত তৃণমূল নেতা-কর্মীদের কঠোর শাস্তির দাবিতে আমাদের আন্দোলন চলবে।’’

ধর্ষণকাণ্ডের পাশাপাশি নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপ-নির্বাচনে জয়ের পরে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদেরও শাস্তির দাবি তুলেছেন বামেরা। এ দিন নন্দীগ্রাম বাজারে ধিক্কার মিছিলে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই, যুব সংগঠন ডিওয়াইএফআই অংশ নেয়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কমিটির উদ্যোগে তমলুক শহরের মানিকতলা মোড়ের কাছে এবং সিপিএমের তমলুক এরিয়া কমিটির উদ্যোগে মানিকতলায় ধিক্কার মিছিল করা হয়। কাঁকটিয়া এরিয়া কমিটি বুড়ারি বাজারে, নন্দকুমার এরিয়া কমিটি নন্দকুমার বাজার, মহিষাদল বাজার, পাঁশকুড়া, কোলাঘাট, চণ্ডীপুর বাজারে মিছিল করেন সিপিএম কর্মী সমর্থকেরা। হলদিয়ার ক্ষুদিরাম নগর থেকে কদমতলা পর্যন্ত ও মারিশদার নাচিন্দা বাজারে ধিক্কার মিছিল করেন বাম কর্মী-সমর্থকেরা ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Tamluk Congress CPIM

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy