Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রাহুল-বুদ্ধের যৌথ সভাকে সার্কাস বলে কটাক্ষ মুকুলের

রাহুল গাঁধী ও বুদ্ধদেব ভট্টাচার্যের যৌথ সভাকে ‘সার্কাস’ বলে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। শুক্রবার নন্দকুমারের খঞ্চি হাইস্কুল ময়দানে তৃণমূল প্রার্থীদের সমর্থনে এক সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মুকুলবাবু। সভায় তিনি বলেন, ‘‘আজ বাংলায় আপনারা একটা অদ্ভুত চেহারা দেখতে পাচ্ছেন।

নন্দকুমারের সভায় মুকুল রায় ও দেব। ছবি: পার্থপ্রতিম দাস।

নন্দকুমারের সভায় মুকুল রায় ও দেব। ছবি: পার্থপ্রতিম দাস।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ০১:১৯
Share: Save:

রাহুল গাঁধী ও বুদ্ধদেব ভট্টাচার্যের যৌথ সভাকে ‘সার্কাস’ বলে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

শুক্রবার নন্দকুমারের খঞ্চি হাইস্কুল ময়দানে তৃণমূল প্রার্থীদের সমর্থনে এক সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মুকুলবাবু। সভায় তিনি বলেন, ‘‘আজ বাংলায় আপনারা একটা অদ্ভুত চেহারা দেখতে পাচ্ছেন। একটা সার্কাসের মতো মনে হচ্ছে। রাহুল গাঁধীকে মালা পরাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাহুল গাঁধী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে গলাগলি করছেন।’’ তিনি আরও বলেন, ‘‘বাংলায় মালা পরিয়ে দিচ্ছ। আর কেরালায় গিয়ে একে অপরের সাথে কুস্তি করছ। এটা সার্কাস ছাড়া কিছু নয়।’’

এ দিনের সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর প্রসঙ্গ টেনে মুকুলবাবু বলেন, ‘‘রাহুল তুমি কেমন লোক ভাই। তুমি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে পাড়ায়, গ্রামেগঞ্জে ঘাম ঝরিয়ে রাহুল গাঁধী হওনি। তুমি রাজীব গাঁধীর ছেলের পরিচয়ে রাহুল গাঁধী হয়েছ। তোমার বাবাকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বলেছিল, ‘অলিগলিমে শোর হ্যায়, রাজীব গাঁধী চোর হ্যায়।’’ তিনি আরও বলেন, ‘‘রাজীব গাঁধীর মৃত্যুর আগে তাঁর অপমৃত্যু ঘটিয়েছিলেন যারা, সেই রাজীব গাঁধীর ছেলে রাহুল যখন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মালা পরছিলেন তখন ছবিটা দেখে মনে হচ্ছিল তাহলে তোমার বাবা কি চোর ছিলেন। বুদ্ধদেববাবুর দিকে তাকিয়ে মনে হচ্ছিল যে আপনারা যা কথা বলেছিলেন তাহলে তা কি ভুল। তাই বলছিলাম বাংলায় সার্কাস হচ্ছে।’’

বুদ্ধদেববাবু ও সূর্যকান্ত মিশ্রর মধ্যে বিভেদের অভিযোগ করে এ দিন মুকুলবাবু বলেন, ‘‘ওঁদের নিজেদের মধ্যে ঝগড়া মারাত্মক। দেখবেন বুদ্ধদেব বেরিয়েছে, সূর্য নেই। কারণ ওদের পার্টির খবর সূর্য হেরে গিয়েছে। তাই বুদ্ধদেব বেরিয়েছে, যদি কিছু হয়।’’

মুকুলবাবু বলেন, ‘‘যখন কোনও অভিযোগ নেই, সেই সময় বিরোধীরা বলে বেড়াচ্ছে তৃণমূল নেতারা না কি সব দুর্নীতিগ্রস্ত। কিন্তু তোমাদের ইউপিএ সরকার কয়লা ও স্পেকট্রাম কেলেঙ্কারি করেছে।’’ এরপরেই মুকুলবাবু বলেন, ‘‘আপানারা আমাদের প্রত্যেককে, আমাকে, শুভেন্দুকে থেকে শুরু করে বাংলার সব মানুষকে দৈনন্দিন জীবনের উপলব্ধি দিয়ে দেখেছেন। সেই উপলদ্ধি থেকে বলতে পারি আমরা নিজেরা ব্যক্তিগত ভাবে কেউ কোনও জায়গায় কোন অনৈতিক কাজ করি না। তাই জনতার দরবারে আছি।’’

এ দিন সভায় উপস্থিত জনতার উদ্দেশে তৃণমূল সাংসদ দেব প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘আপনারা আমাদের সঙ্গে আছেন তো।’’ আবার দেখা হওয়ার আশ্বস দিয়ে সভামঞ্চ ছাড়েন তৃণমূলের তারকা সাংসদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE