Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Rampurhat Murder

Bogtui Murder: খারাপ ঘটনা হয়েছে, তবে আমি দলের মুখপাত্র নই, বগটুই প্রসঙ্গে সাংসদ দেব

বগটুই-কাণ্ডে সিবিআই তদন্ত প্রসঙ্গে দেব এড়িয়ে গিয়ে বলেন, ‘‘আমি অতটা রাজনীতি বুঝিনা। আমার এর মধ্যে না ঢোকাটাই উচিত।’’

ঘাটালের অনুষ্ঠানে দেব।

ঘাটালের অনুষ্ঠানে দেব। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ২২:২৬
Share: Save:

বগটুই হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। বৃহস্পতিবার ঘাটালে তিনি বলেন, ‘‘রামপুরহাটের ঘটনা নিয়ে আমার কিছু বলার নেই। আমি দলের মুখপাত্র নয়। যেটা হয়েছে সেটা সত্যি খারাপ, আমি আগেও বলেছি। এটা হওয়া উচিত নয়। কারণ রাজ্যের নাম খারাপ হবে।’’

বৃহস্পতিবার ঘাটালে বিভিন্ন কর্মসূচির শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘‘যে কোনও রাজ্যের জন্য এটা সত্যি খুব খারাপ একটা ঘটনা। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, সকলের কাছে বলব যে, ক্ষমতার নেশায় এমন না হয়ে যায়, যে মানুষ মানুষকে চিনতে পারবে না।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে দেব বলেন, ‘‘আমার মনে হয় যত অস্ত্র আছে উদ্ধার করুন। আর যাতে মানুষ না মরে। পুলিশ প্রশাসনের আরও শক্ত হওয়া উচিত। এমন ধরনের ঘটনা যাতে না ঘটে তা সরকারের দেখা।’’

বগটুই-কাণ্ডে সিবিআই তদন্ত প্রসঙ্গে দেব এড়িয়ে গিয়ে বলেন, ‘‘আমি অতটা রাজনীতি বুঝিনা। আমার এর মধ্যে না ঢোকাটাই উচিত। আমি দলের মুখপাত্র নই, আর সিবিআই-এরও মুখপাত্র নই। আমার মনে হয়, যে যার কাজ করছে করুক।’’ বৃহস্পতিবার ঘাটাল কলেজে এক অনুষ্ঠানে পড়ুয়াদের ‘মনুষত্ব ও বন্ধুত্বের’ বার্তা দেন দেব। বলেন, ‘‘এটাই হচ্ছে সঠিক সময়। কিন্তু এখন থেকেই যদি রাজনীতি শুরু হয়ে যায়, তাহলে তারা (পড়ুয়ারা) এর মধ্যেই থেকে যাবে।’’

ওই কর্মসূচিতে স্থানীয় বিজেপি বিধায়ক শীতল কপাটকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। এ প্রসঙ্গে শীতল বলেন, ‘‘কেন ডাকা হ না জানি না। রাজনীতির কারণে ডাকা হয়নি।" সেই প্রসঙ্গে দেব বলেন, ‘‘সত্যি দুঃখজনক, যদি এটা হয়ে থাকে তা হলে ডেকে নেব। গর্ভনিং বডিতে (কলেজ পরিচালন সমিতি) শুধু আমি নয়, অনেকে রয়েছেন। তাঁদের যদি মনে হয়, তা হলে নিশ্চয়ই ডাকা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE