Advertisement
২০ এপ্রিল ২০২৪
টাকা নয়ছয়ের অভিযোগ পাঁশকুড়ায়

ভাঙচুর স্বসহায়ক গোষ্ঠীর সম্পাদকের বাড়িতে

স্থানীয় সূত্রের খবর, বাঁকাডাঙা গ্রামে থাকেন স্বসহায়ক গোষ্ঠীর সম্পাদক তুষার নায়েক। তিনি দলের সদস্যদের লক্ষাধিক টাকা নয়ছয় করেছেন, এই অভিযোগে এ দিন সকালে তাঁর বাড়িতে কথা বলতে যান বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামের  প্রায় শ’দুয়েক  মহিলা।

ভাঙচুর করছেন মহিলারা।ইনসেটে অভিযুক্ত। নিজস্ব চিত্র।

ভাঙচুর করছেন মহিলারা।ইনসেটে অভিযুক্ত। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পাঁশকুড়া শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৮ ০৩:২৭
Share: Save:

দলের কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল স্বসহায়ক গোষ্ঠীর সম্পাদকের বিরুদ্ধে। যার জেরে শুক্রবার অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করলেন দলের অন্য মহিলারা। পাঁশকুড়া থানার বাঁকাডাঙা গ্রামের ওই ঘটনায় এ দিন উত্তেজনা ছাড়ায়।

স্থানীয় সূত্রের খবর, বাঁকাডাঙা গ্রামে থাকেন স্বসহায়ক গোষ্ঠীর সম্পাদক তুষার নায়েক। তিনি দলের সদস্যদের লক্ষাধিক টাকা নয়ছয় করেছেন, এই অভিযোগে এ দিন সকালে তাঁর বাড়িতে কথা বলতে যান বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামের প্রায় শ’দুয়েক মহিলা। তাঁরা বিক্ষোভ দেখিয়ে বাড়িতে তালা মেরে দেন। অভিযোগ, ওই সময় তুষারের স্বামী এবং ছেলে দলের কয়েকজন মহিলাকে মারধর করেন। এতেই আগুনে ঘি পড়ে।

উত্তেজিত হয়ে মহিলারা কুড়ুল, বাঁশ, কোদাল দিয়ে বাড়ি এবং মোটরবাইক ভাঙচুর করা শুরু করেন। ভাঙা মোটরবাইটি পাশের পুকুরেও ফেলে দেওয়া হয়। উত্তেজনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পাঁশকুড়া থানার পুলিশ বাহিনী। বিক্ষোভকারীরা পুলিশ ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন গ্রামবাসীরা। পরে পুলিশ তুষার এবং তাঁর ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। তারা তদন্তের আশ্বাস দেওয়ায় এলাকা শান্ত হয়।

স্থানীয় পঞ্চায়েতের সদস্য তথা স্বসহায়ক দলের তরফে আন্দলোনকারী সোনালী কাণ্ডার এ দিন বলেন, ‘‘তুষার ২০০৯ সাল থেকে দলের সম্পাদকের দায়িত্বে ছিলেন। ওঁর দায়িত্বেই বৃন্দবনচক পঞ্চায়েত এলাকায় ১৪০টি স্বসহায়ক দল ছিল। কয়েকশো মহিলা সেখানে কাজ করত।’’ সোনালীদেবীর অভিযোগ, ‘‘স্বসহায়ক দলের উন্নতির জন্য যে টাকা বরাদ্দ হয়, তা গত কয়েক বছর ধরে দেওয়া হয়নি। কোনও উন্নয়নমূলক কাজও আসেনি। অসৎ উপায়ে তুষার দলের জন্য বরাদ্দ ২০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।’’

অভিযুক্ত তুষার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত করা দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Money Forgery Self help Group Secretary
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE