Advertisement
E-Paper

ফের কাঁথির পুরপ্রধান সৌমেন্দু

কাঁথি পুরসভার দশম পুরবোর্ডের পুরপ্রধান হিসেবে শপথ নিলেন সৌমেন্দু অধিকারী। এই নিয়ে টানা দু’বার কাঁথি পুরসভার পুরপ্রধান হলেন সৌমেন্দুবাবু। বুধবার কাঁথি পুরসভার পাশে খোলা মঞ্চে তাঁকে পুরপ্রধান হিসেবে শপথবাক্য পাঠ করান কাঁথির মহকুমাশাসক সরিৎ ভট্টাচার্য। ২১ আসন বিশিষ্ট কাঁথি পুরসভার নবনিবার্চিত ২১ জন কাউন্সিলরকে তিনিই শপথবাক্য পাঠ করান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০০:৫৭
শপথগ্রহণ অনুষ্ঠানে সৌমেন্দু। নিজস্ব চিত্র।

শপথগ্রহণ অনুষ্ঠানে সৌমেন্দু। নিজস্ব চিত্র।

কাঁথি পুরসভার দশম পুরবোর্ডের পুরপ্রধান হিসেবে শপথ নিলেন সৌমেন্দু অধিকারী। এই নিয়ে টানা দু’বার কাঁথি পুরসভার পুরপ্রধান হলেন সৌমেন্দুবাবু। বুধবার কাঁথি পুরসভার পাশে খোলা মঞ্চে তাঁকে পুরপ্রধান হিসেবে শপথবাক্য পাঠ করান কাঁথির মহকুমাশাসক সরিৎ ভট্টাচার্য। ২১ আসন বিশিষ্ট কাঁথি পুরসভার নবনিবার্চিত ২১ জন কাউন্সিলরকে তিনিই শপথবাক্য পাঠ করান।
কাঁথি পুরসভার ২১টি আসনেই তৃণমূল প্রার্থীরা এ বার জয়ী হয়ে টানা তিনবার বিরোধীশূন্য কাঁথি পুরবোর্ড গঠন করল। এ দিন নির্ধারিত সময়ের এক ঘণ্টার পর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। শপথবাক্য পাঠের পর পুরপ্রধান নিবার্চনের জন্য সংক্ষিপ্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান কাউন্সিলার সত্যেন্দ্রনাথ জানা। পুরধান নিবার্চন সভায় পুরধান হিসেবে সৌমেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন কাউন্সিলার নির্মাল্য দাস। প্রস্তাব সমর্থন করেন কাউন্সিলার জাভেদ আখতার। এরপর সভাপতি সত্যেন্দ্রনাথ জানা পুরপ্রধান হিসেবে দ্বিতীয় কোন নাম রয়েছে কি না জানতে চাইলে সব কাউন্সিলরই সৌমেন্দু অধিকারীকেই সমর্থন জানান। দ্বিতীয় কোন নাম না উঠায় পুরপ্রধান হিসেবে সৌমেন্দু অধিকারীর নাম বর্সম্মতভাবে গৃহীত হয়।

শপথ গ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে পুরধান সৌমেন্দু অধিকারী বলেন, ‘‘আজ থেকে চার বছর আগে এই দিনেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তাঁর নেতৃত্বে রাজ্যসরকারের আজ তার চতুর্থ বর্ষপূর্তি। দলনেত্রীর নেতৃত্বে কাঁথি শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীর হাত ধরে কাঁথি পুর এলাকাকে আধুনিক পুরনগরে পরিঁত করার জয়যাত্রা শুরু হয়েছিল। মানুষের উন্নয়নে কাজ করার জন্য আজও আমরা অঙ্গীকারবদ্ধ।” এ দিন শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে।

Soumendu Adhikari kanthi municipal election Sisir Adhikarui Tamluk
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy