Advertisement
০২ জুন ২০২৪
ধন্দে তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকেরা
Suvendu Adhikari

প্রতিষ্ঠা দিবসে কি দাদার অনুগামীরা!

আগামী ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। ওই কর্মসূচিতে ‘শুভেন্দু-অনুগামী’ তৃণমূল নেতাদের ডাকা হবে কিনা তা নিয়ে ধন্দে পড়েছেন জেলার বিভিন্ন ব্লকের তৃণমূল নেতৃত্ব।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ০১:২৬
Share: Save:

তৃণমূল ছাড়ার আগে থেকেই শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক কর্মসূচিতে দেখা গিয়েছে তাঁর ঘনিষ্ঠ, অনুগামী তৃণমূল নেতা-কর্মীদের ‘দাদার অনুগামী’ হিসেবে। গত ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভায় শুভেন্দুর বিজেপিতে যোগদানে তাঁর অনুগামীদের একাংশ হাজির হলেও অনেকেই এখনও বিজেপিতে যোগ দেননি। আবার মেদিনীপুরের সভায় যাওয়া ‘দাদার অনুগামী’ তৃণমূল নেতা-কর্মীদের অনেকে এখনও খাতায়কলমে তৃণমূলের নেতা হিসেবেই রয়েছেন। রয়েছেন পুরসভা-পঞ্চায়েতের বিভিন্ন পদাধিকারী হিসেবেও।

এই পরিস্থিতিতে আগামী ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। ওই কর্মসূচিতে ‘শুভেন্দু-অনুগামী’ ওই সব তৃণমূল নেতাদের ডাকা হবে কিনা তা নিয়ে ধন্দে পড়েছেন জেলার বিভিন্ন ব্লকের তৃণমূল নেতৃত্ব। তৃণমূল ও স্থানীয় সূত্রের খবর, ‘শুভেন্দু-অনুগামী’ যে সব তৃণমূল নেতা এখনও বিজেপিতে যাওয়ার কথা ঘোষণা করেননি বা দলীয় এবং পঞ্চায়েত-পুরসভার পদে রয়েছেন তাঁদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির প্রস্তুতি বৈঠক ও দলীয় কর্মসূচিতে ডাকা হচ্ছে। তবে কয়েকটি ব্লকে এই নিয়ে ধন্দে রয়েছে স্থানীয় নেতৃত্ব।

শহিদ মাতঙ্গিনী ব্লকে তৃণমূলের সহ-সভাপতি পদে থাকা এক নেতা এবং পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী ‘শুভেন্দু অনুগামী’ হিসেবে মেদিনীপুরের সভায় গিয়েছিলেন বলে দলীয় সূত্রের খবর। ফলে দলের বৈঠকে তাঁদের ডাকা হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ব্লক তৃণমূল সভাপতি শরৎ মেট্যা বলেন, ‘‘আগামী ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উদযাপনের বিষয়ে ২৭ ডিসেম্বর ব্লক কমিটির ও অঞ্চল নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছে। শুভেন্দুবাবুর অনুগামী যে সব নেতা এখনও দলের বিভিন্ন পদে রয়েছেন বৈঠকে তাঁদেরও ডাকা হচ্ছে। বৈঠকে সাংগঠনিক বিষয়েও আলোচনা হবে।’’

মহিষাদল ব্লকের একটি পঞ্চায়েতের উপ-প্রধান সহ কয়েকজন ব্লক তৃণমূল নেতা শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে শুভেন্দু বিজেপিতে যাওয়ার পরেও ওই সব তৃণমূল নেতা এখনও দলেই রয়েছেন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে তাঁদের ডাকা হবে কিনা তা নিয়ে মহিষাদল ব্লক তৃণমূল সভাপতি তিলক চক্রবর্তী বলেন, ‘‘দলের কয়েকজন নেতা ইতিমধ্যে ‘দাদার অনুগামী’ হিসেবে নিজেদের ঘোষণা করেছে শুনেছি। তবে প্রকাশ্যে এখনও বিজেপিতে যোগ দিয়েছে কিনা জানায়নি। ওই নেতাদের নিয়ে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে রিপোর্ট গিয়েছে। দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে তাদের ডাকা হবে কিনা, দলের নির্দেশ মেনে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে।’’

তমলুক শহর এলাকার ওয়ার্ড সভাপতি পদে থাকা কয়েকজন শুভেন্দুর অনুগামী হিসেবে পরিচিত। প্রতিষ্ঠা দিবস কর্মসূচি পালনের দায়িত্ব তাঁদের হাতে দেওয়া হবে কিনা তা নিয়েও ধন্দ তৈরি হয়েছে। শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ মহাপাত্র বলেন, ‘‘শুভেন্দুবাবু তৃণমূলে থাকাকালীন অনেকেই তাঁর ঘনিষ্ঠ বা অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। তবে তিনি বিজেপিতে যাওয়ার পরে এখন আর দলে শুভেন্দু-ঘনিষ্ঠ বা অনুগামী বলে কিছু নেই। যারা দলে বিভিন্ন পদে রয়েছেন তাঁদের দলের কর্মসূচি পালন করতে হবে। দলের প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য শহরের প্রতি ওয়ার্ড সভাপতিকে বলা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari foundation day TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE