তাঁদের স্থায়ীকরণ হবে, আশায় রয়েছেন কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের স্বেচ্ছাসেবকেরা। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জেলায় এমন প্রায় সাড়ে ছ’হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন। গ্রামীণ এলাকায় অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষজনের জীবনযাত্রার মান উন্নত করতে এক সময়ে দেশের সঙ্গে এ রাজ্যেও ‘বিশ দফা’ কর্মসূচি রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছিল কৃষি বিকাশ শিল্প কেন্দ্রকে। পরে বরাদ্দ বন্ধ হওয়ায় সংস্থাটি ধুঁকতে থাকে। স্বেচ্ছাসেবকদের স্থায়ীকরণের আবেদন নিয়ে হাই কোর্টে ও সুপ্রিম কোর্টে যায় সংস্থাটি। কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের তরফে তরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অন্য রাজ্যেস্বেচ্ছাসেবকেরা স্থায়ী হয়ে গিয়েছেন। আমাদের রাজ্যে হননি। হাই কোর্ট স্বেচ্ছাসেবকদের স্থায়ীকরণের নির্দেশ দিয়েছিল। রাজ্য স্থায়ীকরণ করেনি বলে আমরা আদালত অবমাননার মামলা করেছিলাম। রাজ্য কিছুটা সময় চেয়ে আবেদন করেছিল। এখন দেখছি, রাজ্য পদক্ষেপ করছে। নবান্ন থেকে যা যা করার, সে সব করছে। এতে আমরা আশান্বিত।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)