বয়স বেড়েছে টম আর জেরির। হাট্টিমাটিমটিম-কে চেনেই না এখনকার ছোটরা!
তাই তাদের নিয়ে হাজির হচ্ছে গিধনি স্পোর্টিং ক্লাব। তবে সঙ্গে থাকছে একালের মোটু-পাতলু বা ছোটা ভীমও। ছোটবেলার গন্ধ মাখা থিম নিয়ে উৎসাহ কম নয়। তাই সুযোগ বুঝে সচেতনতার বার্তা রেখে দিয়েছেন উদ্যোক্তারা। তবে সেখানেও কাজ করছে নস্টালজিয়া। মণ্ডপ প্রাঙ্গণে স্পাইডারম্যানের হাতে নিকেশ হচ্ছে ব্লু-হোয়েল। বাঁশ, প্লাইউড, থার্মোকল, তুলো, কাগজ, কাপড় আর রং মিশিয়ে তৈরি হয়েছে এক আশ্চর্য জগৎ— ছোটদের জন্য।
ঝাড়গ্রাম জেলার গিধনিতে দু’টি পুজো ঘিরে মানুষের বরাবরের উৎসাহ— স্পোর্টিং ক্লাব আর পূর্বাশা। বড় বাজেটের এই দুই পুজো এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। এ বারও তার ব্যতিক্রম নয়। তাই স্পোর্টিং ক্লাব যেখানে ফিরিয়ে আনতে চাইছে হারানো শৈশব, পূর্বাশা দেখাচ্ছে হারিয়ে যাওয়া বাস্তুতন্ত্রের ভারসাম্য। ১৭ তম বর্ষে পূর্বাশার থিম ‘সৃষ্টি সুখের উল্লাসে’।