Advertisement
১৯ মে ২০২৪
এক ঘণ্টার বিশেষ সুযোগ

দু’হাজারি নোট ব্যাঙ্ক বদলে দেবে একশোয়

খুচরোর আকাল সামাল দিতে এগিয়ে এল স্টেট ব্যঙ্কের মেদিনীপুর শাখা। এটিএম বা ব্যাঙ্কের কাউন্টার থেকে বেশিরভাগ সময়ই মিলছে দু হাজার টাকার নোট। বাজারে কেনাকাটা করতে আসুবিধা হচ্ছে। গ্রাহকদের খুচরোর সমস্যার জন্য তাই দু’হাজার টাকার নোট বদলে একশো টাকার নোট দেবে স্টেট ব্যাঙ্ক।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ০০:৫৮
Share: Save:

খুচরোর আকাল সামাল দিতে এগিয়ে এল স্টেট ব্যঙ্কের মেদিনীপুর শাখা।

এটিএম বা ব্যাঙ্কের কাউন্টার থেকে বেশিরভাগ সময়ই মিলছে দু হাজার টাকার নোট। বাজারে কেনাকাটা করতে আসুবিধা হচ্ছে। গ্রাহকদের খুচরোর সমস্যার জন্য তাই দু’হাজার টাকার নোট বদলে একশো টাকার নোট দেবে স্টেট ব্যাঙ্ক। ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শক্তিকুমার ঘোষ বলেন, ‘‘আজ মঙ্গলবার শুধুমাত্র একদিনের জন্যই বিকেল সাড়ে চারটে থেকে এক ঘন্টার জন্য্য এই বিশেষ পরিষেবা দেওয়া হবে। আগে যাঁরা দু’হাজার টাকার নোট পেয়েছেন, আজ বদলে নিতে পারবেন।’’

ব্যাঙ্ক সূত্রে খবর, পাঁচটি দু’হাজার টাকার নোট অর্থাৎ দশ হাজার টাকা পর্যন্ত বদলানো যাবে। শুধু স্টেট ব্যাঙ্কের গ্রাহকরাই এই সুবিধে পাবেন। অবশ্যই পাশবই সঙ্গে আনতে হবে। আজ, মঙ্গলবার সকাল থেকেই মাইকে প্রচারও চালাবেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাছাড়া আজ থেকেই ব্যাঙ্কের কাউন্টার থেকে একশো টাকার নোট দেওয়া হবে গ্রাহকদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Demonetisation Bank 2000 rs notes 100rs notes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE