Advertisement
০৩ মে ২০২৪

ঝড়বৃষ্টিতে বোরো ধান চাষে ক্ষতি বাড়ল পূর্বে

কালবৈশাখীর জেরে ঝড়-বৃষ্টিতে এ বার পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ এলাকায় বোরো ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলায় গড়ে প্রায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছ । এরমধ্যে নন্দীগ্রাম এলাকায় প্রায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাঁশকুড়া এলাকায় বৃষ্টিপাত হয়েছে প্রায় ২০ মিলিমিটার। এর ফলে জেলার বিভিন্ন এলাকায় চাষের জমিতে জল জমে পাকা বোরোধানের ক্ষতি অনেকটাই বেড়েছে।

মাঠে ভেজা ধান ঝাড়িয়ে নেওয়ায় ব্যস্ততা এগরা। ছবি: কৌশিক মিশ্র।

মাঠে ভেজা ধান ঝাড়িয়ে নেওয়ায় ব্যস্ততা এগরা। ছবি: কৌশিক মিশ্র।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৫ ০০:০৩
Share: Save:

কালবৈশাখীর জেরে ঝড়-বৃষ্টিতে এ বার পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ এলাকায় বোরো ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।

জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলায় গড়ে প্রায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছ । এরমধ্যে নন্দীগ্রাম এলাকায় প্রায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাঁশকুড়া এলাকায় বৃষ্টিপাত হয়েছে প্রায় ২০ মিলিমিটার। এর ফলে জেলার বিভিন্ন এলাকায় চাষের জমিতে জল জমে পাকা বোরোধানের ক্ষতি অনেকটাই বেড়েছে। বুধবার পূর্ব মেদিনীপুর জেলা কৃষি দফতরের উপ-অধিকর্তা সুশান্ত মহাপাত্র বলেন, ‘‘আগে কয়েক দিন ধরে বৃষ্টির জেরে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার ১৭ টি ব্লকে মোট ৩২ হাজার ২৬৬ হেক্টর জমি বোরোধান ক্ষতি হয়েছিল। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় ফের বৃষ্টিপাতের জেরে বোরোধান চাষের জমিতে জল জমে জেলার নতুন কিছু এলাকা সহ ক্ষতির পরিমাণ আরও বেড়ে গিয়েছে। বুধবার পর্যন্ত হিসেব অনুযায়ী জেলার মোট ২২ টি ব্লকে মোট ৫৯ হাজার ৫৭৬ হেক্টর জমির বোরোধান চাষের ক্ষতি হয়েছে।’’

জেলা কৃষি দফফতর সূত্রে জানা গিয়েছে, এবার বোরো মরসুমে জেলায় ধান চাষ হয়েছিল প্রায় ১ লক্ষ ৪৫ হাজার হেক্টর জমিতে। সাম্প্রতিক ঝড়- বষ্টির জেরে জেলার বিভিন্ন এলাকায় পাকা বোরো ধান তোলার মুখে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। মাঠ থেকে ধান কেটে তুলতে এগরার বিভিন্ন এলাকায় সমস্যায় পড়ছেন কৃষকরা। গত মঙ্গলবার পর্যন্ত জেলার মোট ২৫ টি ব্লকের মধ্যে ভগবানপুর-১,২ , পটাশপুর-১,২ , এগরা -১ , মহিষাদল, ময়না প্রভৃতি মিলিয়ে ১৭ টি ব্লকে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টি হওয়ায় জেলার আরও পাঁচটি ব্লকে চাষের ক্ষতি হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tamluk Paddy Rain storm Egra Pataspur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE