জেলায় নেই পরীক্ষা কেন্দ্র। তাই আজ, রবিবারের মেডিক্যালে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা ‘নিট’-এ বসতে শনিবার থেকেই পরীক্ষা কেন্দ্রের এলাকায় রওনা দিচ্ছেন পরীক্ষার্থীদের একাংশ। পরীক্ষার দিন তাঁদের গন্তব্য পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তবে জেলার বহু পরীক্ষার্থী সেই বাসের ভরসায় না থেকে শনিবারই নিজেরা গাড়ি ভাড়া করে রওনা দিয়েছেন।
করোনা পরিস্থিতিতে সতর্কতা বিধি মেনে সারা দেশ জুড়ে পরীক্ষা আয়োজন করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এ রাজ্যে কলকাতা, হাওড়া, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তরবঙ্গে পরীক্ষা কেন্দ্রের আয়োজন করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, নন্দীগ্রাম, তমলুক, দিঘা, খেজুরি, এগরা, ভগবানপুরের পরীক্ষার্থীদের কলকাতা, হাওড়া, খড়্গপুর, মেদিনীপুরে বিভিন্ন কেন্দ্রে পৌঁছতে গড়ে ১০০-১৫০ কিলোমিটার পথ পাড়ি হতে হবে। পরীক্ষার্থীদের জন্য রবিবার ভোর থেকে দিঘা এবং হলদিয়া থেকে অতিরিক্ত বাস চালানোর ঘোষণা করেছে রাজ্য পরিবহণ দফতর।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পরিচালণ পর্ষদের সদস্য সুকুমার দাস বলেন, ‘‘হলদিয়া থেকে ৪১ নম্বর জাতীয় সড়ক হয়ে কলকাতাগামী একটি বাস সকাল ৬টায় এবং একটি বাস সাড়ে ৬টায় ছাড়বে। হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক হয়ে একটি বাস ছাড়বে সকাল ৬টায়। দিঘা থেকে ভোর ৪টা ২০ মিনিট থেকে কলকাতাগামী অতিরিক্ত বাস চলাচল করবে। পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড দেখিয়ে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। তবে অভিভাবকদের ভাড়া লাগবে।’’