Advertisement
১৯ মে ২০২৪
National Yoga Competition

জাতীয় যোগায় ১৯টি সোনা ও ৭টি রুপো, রেকর্ড গড়ল কাঁথি!

সম্প্রতি মধ্যপ্রদেশ যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইনদওরে মহেশ্বরী ভবনে নবম ন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপের আসরে এই সাফল্য ঘরে তুলল তারা। কাঁথি থেকে এই প্রতিযোগিতায় ২৮ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছিল।

—নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ ২৩:৩২
Share: Save:

জাতীয় যোগাসন প্রতিযোগিতায় ১৯টি সোনা ও ৭টি রুপো জিতে তাক লাগিয়ে দিল পূর্ব মেদিনীপুরের কাঁথির আঠিলাগড়ি যোগা কালচার অ্যাসোসিয়েশনের পড়ুয়ারা। সম্প্রতি মধ্যপ্রদেশ যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইনদওরে মহেশ্বরী ভবনে নবম ন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপের আসরে এই সাফল্য ঘরে তুলল তারা। কাঁথি থেকে এই প্রতিযোগিতায় ২৮ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছিল।

এই প্রতিযোগিতায় সাব জুনিয়র বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে পাঁচটি সোনার মেডেল ছিনিয়ে নিয়েছে রামনগর রাও হাই স্কুলের ছাত্রছাত্রী অভ্রনীল সেন, অর্পণ কর, শুভ্রনীল মণ্ডল, ঐন্দ্রিল জানা এবং রূপম কুমার গুছাইত। সাব জুনিয়র বালিকা বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পাঁচটি সোনার মেডেল জিতেছে কাঁথি চন্দ্রামনি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের নীলপর্না নন্দ ও শ্রীঞ্জনা মাইতি, মাউন্ট লিটেরা জি স্কুলের অবন্তিকা আগরওয়াল, আরাধ্যা বেরা, দুলালপুর ক্ষিরোদ চন্দ্র হাই স্কুলের শ্রেয়া সাউ।

অন্য দিকে মিনি বালক বিভাগে পাঁচটি সোনার মেডেল জিতেছে পদ্ম পুখুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সোমদীপ পয়ড়্যা, শৈল্পিক দে, কিশোরনগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শান্তনু মান্ডি, কন্টাই নার্সারি স্কুলের অঙ্কুশ দাস এবং দিঘা সরস্বতী শিশু মন্দিরের স্বস্তিক পাত্র। মিনি বালিকা বিভাগে দলগত ভাবে দ্বিতীয় হয়ে পাঁচটি রূপোর মেডেল ছিনিয়ে আনে কন্টাই পাবলিক স্কুলের ঋতন্যা শ্যামল, প্রাপ্তি মাইতি এবং শ্রীতমা মাইতি, বচ্ছিপুর বিবেকানন্দ শিশু বিদ্যামন্দিরের ছাত্রী দিপালী মান্না, চন্দ্রামণি ব্রাহ্ম বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অনুশ্রী মণ্ডল।

এই প্রতিযোগিতায় মিনি বালিকা বিভাগে মারিশদা নিগমেশ্বর শিবালয় মন্দির পরিচালিত যোগ সেন্টারের সুচিস্মিতা শিট প্রথম স্থান অর্জন করে সোনা জিতে নেয়। পুরুষদের বিভাগে কাঁথির মাউন্ট লিটেরা জি স্কুলের রোহন কুমার গুছাইত প্রথম স্থান অর্জন করে সোনা পায়। সাব জুনিয়ার বালিকা বিভাগে কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ের অঙ্কিতা পাল প্রথম স্থান অর্জন করে সোনার মেডেল ছিনিয়ে আনে। এই বিভাগে পুরুষদের কাঁথি হাই স্কুলের শাঙ্খরব খান্ডা দ্বিতীয় স্থান পেয়ে রৌপ্য পদক জেতে। অন্য দিকে জুনিয়র বিভাগে পুরুষদের কাঁথির মডেল ইন্সটিটিউশনের পুষ্পেন্দু মণ্ডল প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করে। সিনিয়র বিভাগে হলদিয়া ইন্সটিটিউট অফ হেলথ সায়েন্সেস কলেজের সঙ্কল্প মাইতি রৌপ্য পদক লাভ করেছে।

ধারাবাহিক ভাবে কাঁথি থেকে জাতীয় স্তরের যোগায় এই অভাবনীয় সাফল্যের জন্য সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা অভিনন্দন জানান। আঠিলাগড়ি যোগা কালচার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা মুখ্য প্রশিক্ষক সুকুমার প্রধান, সহ-সভাপতি দেবাশিস কামিলা, সম্পাদক সুধাংশু আচার্য প্রমুখেরা ছাত্রছাত্রীদের মঙ্গল কামনা করে জানান, এই ছাত্রছাত্রীরা ভারতের ১৪টি রাজ্যের প্রায় ৯০০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে। আগামী দিনে তারা দেশের মুখ উজ্জ্বল করে বিদেশের মাটিতেও দেশের মুখ উজ্জ্বল করবে। সংগঠনের বার্ষিক অনুষ্ঠানে জয়ী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Contai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE