অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এত ‘রেফার’? জানতে চেয়েছিলেন মুখ্যস্বাস্থ্য আধিকারিকের কাছে।
মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের দু’দিনের মধ্যে ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য ক্ষেত্রে জোড়া বদল হল। মুখ্যস্বাস্থ্য আধিকারিক অশ্বিনী মাঝি এবং ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার মলয় আদককে সরিয়ে দেওয়া হল। শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ জারি করে এই বদলির কথা জানানো হয়েছে। স্বাস্থ্য প্রশাসনের দাবি, এটা রুটিন বদলি। যদিও প্রশাসনিক আধিকারিকদের একাংশ মনে করছেন, সম্প্রতি আসন্ন প্রসবা এক তরুণীকে মাঝরাতে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে ‘রেফার’ করে দেওয়া হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই জোড়া বদলি তারই জের বলে অনুমান, ওই আধিকারিকদের।
ঝাড়গ্রামের নতুন সিএমওএইচ হচ্ছেন প্রকাশ মৃধা। তিনি উত্তর দিনাজপুরের সিএমওএইচ ছিলেন। অশ্বিনীকে কলকাতা মেট্রোপলিট্যান আরবান অর্গানাইজেশনের (কেএমইউএইচও) সহ অধিকর্তা পদে পাঠানো হল। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটির সুপার মলয়কে উত্তর দিনাজপুরের জোনাল লেপ্রোসি অফিসার পদে বদলি করা হল। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটির নতুন সুপার হচ্ছেন ইন্দ্রনীল সরকার। ইন্দ্রনীল সরকার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের এসিএমওএইচ পদে ছিলেন।