Advertisement
০৩ জুন ২০২৪
BJP

পরিচয়-পর্ব, পদ্ম-অফিসে অনুগামীরা

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া, শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত নেতারা মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির জেলা কার্যালয়ে যান।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ০১:১৭
Share: Save:

বিজেপির জেলা কার্যালয়ে গিয়ে দলীয় নেতাদের সঙ্গে পরিচয়-পর্ব সেরে ফেললেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া, শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির জেলা কার্যালয়ে যান তাঁরা। এই দলে ছিলেন প্রণব বসু, রমাপ্রসাদ গিরি, স্নেহাশিস ভৌমিকরা।

প্রণব মেদিনীপুরের প্রাক্তন পুরপ্রধান, রমাপ্রসাদ জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ, স্নেহাশিস তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ছিলেন। গত শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন শুভেন্দু। ওই দিন দলবদল করেন প্রণবরাও। বিজেপিতে এসেছেন, কিন্তু কে, কী পদ পাবেন তা নিয়ে অনুগামীদের একাংশের মধ্যে জল্পনা রয়েছে। দলীয় সূত্রে খবর, অনুগামীদের নিয়ে এক সমন্বয় বৈঠকের পরিকল্পনা রয়েছে বিজেপির। এ দিন সন্ধ্যায় কার্যত সেই বৈঠকের প্রস্তুতি সারা হয়েছে। অনুগামীরা বিজেপির জেলা কার্যালয়ে যেতে চেয়েছিলেন। বিজেপির জেলা নেতৃত্বই তাঁদের এ দিন সন্ধ্যায় কার্যালয়ে যেতে বলেছিলেন। সেই মতো নতুন দলের জেলা কার্যালয়ে যান ওই অনুগামীরা। দলের জেলা কার্যালয়ে তখন ছিলেন বিজেপির জেলা সভাপতি শমিত দাশ, জেলা সহ- সভাপতি শুভজিৎ রায়, অরূপ দাস, জেলা সাধারণ সম্পাদক শঙ্কর গুছাইত প্রমুখ। দলের নেতাদের সঙ্গে রমাপ্রসাদদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শমিতরা। বক্তব্য রাখেন প্রণবরাও।

শীঘ্রই দাঁতনে আসার কথা শুভেন্দুর। শুভেন্দুর কর্মসূচির প্রস্তুতি নিয়ে সোমবার সন্ধ্যায় দাঁতনে এক বৈঠক হয়েছে। বৈঠকে শমিতের পাশাপাশি ছিলেন রমাপ্রসাদও। রমাপ্রসাদ মানছেন, ‘‘বিজেপির জেলা কার্যালয়ে গিয়েছিলাম। দলের সকলের সঙ্গে পরিচয় হয়েছে। দলের কাজ শুরু করেছি।’’ বিজেপির জেলা নেতৃত্বের দাবি, কোথাও কোনও ধন্দ, ধোঁয়াশা নেই। সদ্য দলে যোগ দেওয়া সকলেই সাংগঠনিক কাজকর্ম শুরু করেছেন। শমিত বলছেন, ‘‘দলে যাঁরা এসেছেন তাঁদের সাংগঠনিক কাজে যুক্ত করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Suvendu Adhikari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE