হাতির হানায় মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মিলল ক্ষতিপূরণ। শুক্রবার ভোরে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের ঘটনা। এ দিন ভোর ৫টা নাগাদ গোয়ালতোড়ের ইছারিয়া গ্রামে শিলাবতীর তীরের জমিতে ফসল তুলতে গিয়েছিলেন রামশরণ ধবল (৬৭)। সেই সময় তিনি একটি দলছুট হাতির সামনে পড়ে যান। ছুটে পালাতে গেলে হাতিটি শুঁড়ে তুলে আছাড় মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।
ভোরের এই ঘটনার পর, এ দিন সন্ধ্যার মধ্যেই মৃতের পরিবারের হাতে বন দফতর আর্থিক ক্ষতিপূরণ দেয়। বন দফতরের রূপনারায়ণ ডিএফও শিবানন্দ রাম বলেন, ‘‘হাতির হানার মৃতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। এ ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ এককালীন পাঁচ লক্ষ টাকা মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।’’ নিজস্ব সংবাদদাতা
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)