Advertisement
E-Paper

পূর্ব বিরোধী শূন্য হবে, দাবি শুভেন্দুর

পূর্ব মেদিনীপুর আগামী দিনে বিরোধী শূন্য হয়ে যাবে বলে দাবি করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ০১:২৪
মুকুল-শুভেন্দু এক মঞ্চে। নিজস্ব চিত্র।

মুকুল-শুভেন্দু এক মঞ্চে। নিজস্ব চিত্র।

পূর্ব মেদিনীপুর আগামী দিনে বিরোধী শূন্য হয়ে যাবে বলে দাবি করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শনিবার মহিষাদল থানার অন্তর্গত ছোলাবেড়িয়া এলাকায় নির্বাচনী সভায় যোগ দেন পরিবহণমন্ত্রী ও রাজ্যসভার সদস্য মুকুল রায়। প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সঙ্গে এই সভায় যোগ দেন আর এক রাজ্যসভার সদস্য দোলা সেনও।

পরিবহণমন্ত্রী এ দিন বলেন, ‘‘সিপিএম ও কংগ্রেস থেকে যে হারে কর্মী সমর্থকরা তৃণমূলে যোগ দিচ্ছেন তাতে আগামী দিনে পূর্ব মেদিনীপূর বিরোধীশূন্য হয়ে যাবে। কংগ্রেস দলটার যা হাল হয়েছে তাতে আগামীদিনে দলটা তুলে দিতে হবে। সিপিএম তো প্রচার করার লোক খুঁজে পাচ্ছে না। ফলে আর কে রইল এই দলগুলিকে ধরে রাখার জন্য!’’।

সামনে উপ নির্বাচন। তমলুকের নেতাজি নগরে কেন্দ্রীয় বাহিনীর টহল। পার্থপ্রতিম দাসের তোলা ছবি।

কেন্দ্রীয় সরকারে ৫০০, ১০০০ টাকার নোট নিষিদ্ধ করা নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান রাজ্যসভার সদস্য মুকুল রায়। তিনি বলেন, ‘‘এই পদক্ষেপে কালো টাকা ধরা পড়বে না। বরং বিজেপি ধ্বংস হয়ে যাবে। কারণ এই পদক্ষেপে সাধারণ মানুষ বিপদে পড়েছে। আগামী দিনে কেন্দ্রে তৃণমূল নির্ণায়ক কালো টাকাই যদি উদ্ধারের উদ্দেশ্য হত তাহলে তিনদিন ধরে ব্যাঙ্কে বিজেপির রাজ্য দফতর থেকে কোটি কোটি টাকা জমা হল কী করে? সবই নাটক।’’ এ দিন মহিষাদলের ডিওয়াইএফআই সদস্য শিবপ্রসাদ বেরা-সহ কয়েকজন বাম কর্মী তৃণমূলে যোগ দেন।

No opposition East Midnapore Subhendu Adhikari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy