Advertisement
১৯ মে ২০২৪

জমি নিয়ে সংঘর্ষ তৃণমূল-বিজেপির

সেচ দফতরের জমিতে ক্লাবঘর নির্মাণ নিয়ে হাতাহাতিতে জড়াল বিজেপি-তৃণমূল। শনিবার সকালে ডেবরার বালিচক লকগেটের কাছে সেচ দফতরের একটি জমিতে ক্লাবঘর নির্মাণের জন্য কিছু যুবক ইমারতি সামগ্রী নিয়ে এলে এই নিয়ে গোলমাল বাধে অন্য একদল যুবকের সঙ্গে।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০০:৩৯
Share: Save:

সেচ দফতরের জমিতে ক্লাবঘর নির্মাণ নিয়ে হাতাহাতিতে জড়াল বিজেপি-তৃণমূল।

শনিবার সকালে ডেবরার বালিচক লকগেটের কাছে সেচ দফতরের একটি জমিতে ক্লাবঘর নির্মাণের জন্য কিছু যুবক ইমারতি সামগ্রী নিয়ে এলে এই নিয়ে গোলমাল বাধে অন্য একদল যুবকের সঙ্গে। তবে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। জানা গিয়েছে, একটি চায়ের দোকানে দীর্ঘদিন ধরেই আড্ডা দেন কিছু যুবক। তাঁরাই উদ্যোগী হয়ে ওই জমিতে বছর কয়েক ধরে কালীপুজো করেন। বছর কয়েক আগেও একবার তাঁরা একটি ক্লাবঘর নির্মাণের চেষ্টা করেছিলেন সরকারি ওই জমিতে। কিন্তু প্রসাশনিক বাধায় তা সম্ভব হয়নি।

ইতিমধ্যে ওই যুবকরা তৃণমূল এবং বিজেপি দুই দলে ভাগ হয়ে গিয়েছেন। দু’দিন আগেই কয়েকজন যুবক ওই জমিতে কিছু তৃণমূলের পতাকা লাগিয়ে দেন বলে অভিযোগ। এর পরে এ দিন বিজেপি-র সমর্থকরা ইমারতি সামগ্রী নিয়ে আসায় বাধা দেন তৃণমূলের সমর্থকরা।

তৃণমূল ডেবরা ব্লক সভাপতি রতন দে বলেন, “আমাদের ছেলেরা একটি জায়গা ঘিরে রেখেছিল। ওখানে বিজেপি সমর্থকরা জোর করে ক্লাবঘর তৈরি করতে গেলে উত্তেজনা ছড়িয়েছিল। তবে পুলিশি মধ্যস্থতায় সব মিটে গিয়েছে।” যদিও বিজেপির ডেবরা মণ্ডল সভাপতি দুলাল মাইতির দাবি, তাঁদের ছেলেরাই আগে ওই জমি ঘিরে রেখেছিল। কিন্তু রাতের অন্ধকারে তৃণমূল ঝান্ডা লাগিয়ে দেয়। তাঁর অভিযোগ, ‘‘আমাদের ছেলেরা ইট-বালি নিয়ে যেতেই তৃণমূল চড়াও হয়। আমাদের ছেলেরা কিন্তু কোনও গোলমাল করেনি।”

ওই ক্লাবঘর নিয়ে আজ, রবিবার ডেবরা থানায় দু’পক্ষকে ডাকা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

trinamool tmc bjp clash kharagpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE