এক হাইস্কুলের প্রধান শিক্ষককে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ ওই নেতার দুর্নীতিতে সামিল না-হওয়ায় নিগ্রহ করা হয় ওই শিক্ষককে।
সোমবার বিকেলে মধ্য হিংলি হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল মাইতিকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। লিখিত অভিযোগ না জানানোর জন্যও তৃণমূলের তরফে তাঁকে চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও ওই সন্ধ্যায় অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের (এবিজিএ) পক্ষ থেকে মহিষাদল থানায় অভিযোগ করা হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত নেতা কমলকান্তি মণ্ডল। পুলিশ তদন্ত শুরু করেছে।
উৎপলবাবুর অভিযোগ, “অনৈতিকভাবে স্কুলের পোশাকের বিলে আমাকে সই করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। রাজি না-হওয়ায় আমাকে মারা হল।’’