দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে রামজীবনপুর পুরসভা দখল করল তৃণমূলই।
ত্রিশঙ্কু এই পুরসভা তৃণমূলর দখল করবে তা একপ্রকার নিশ্চিতই ছিল। তবে বৃহস্পতিবার শেষ মুহূর্ত পর্যন্ত পুরপ্রধানের নাম নিয়ে গোপনীয়তা বজায় থাকল। তৃণমূলের এক সূত্রে খবর, বিদায়ী পুরপ্রধান শিবরাম দাস ও কাউন্সিলর নির্মল চৌধুরীর মধ্যে কাকে পুরপ্রধান করা হবে, তা নিয়ে যথেষ্ট বেগ পেতে হয় দলীয় নেতৃত্বকে। তাই প্রথম থেকেই সতর্ক ছিল দল। এ দিন রামজীবনপুরে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, প্রদ্যোৎ ঘোষ, আশিস চক্রবর্তী, শঙ্কর দোলই, শ্যাম পাত্র প্রমুখ। এ দিন পুরবোর্ড গঠনের মাত্র দশ মিনিট আগে দলীয় কার্যালয়ে শাসক দলের ছ’জন কাউন্সিলরের হাতে মুখবন্ধ খাম তুলে দেন মন্ত্রী। খাম খোলার পরই জানা যায়, নির্মল চৌধুরীকে পুরপ্রধান করা হয়েছে। দলনেতা হিসেবে বিদায়ী পুরপ্রধান শিবরাম দাসের নাম ঘোষণা করা হয়। শপথ গ্রহণ শেষে সাংবাদিক বৈঠকে উপ-পুরপ্রধান হিসেবে শিউলি সিংহের নাম ঘোষণা করা হয়।
এ দিন নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান ঘাটালের ডেপুটি ম্যাজিস্ট্রেট জ্যোতিন্দ্রবিমল কর। পুরপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন নির্মল ঘোষ। এ দিন ১১টি আসন বিশিষ্ট পুরসভার কাউন্সিলরদের মধ্যে অনুষ্ঠানে ১০ জন উপস্থিত ছিলেন। গত সোমবার রাতে দুর্নীতির পুরনো একটি মামলায় বিজেপি কাউন্সিলর গোবিন্দ মুখোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার করেছে। তিনি এখন পুলিশি হেফাজতে রয়েছেন।