Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Midna[pore

মমতার সভা থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনা, মৃত তৃণমূল কর্মী, আহত ২৪

মেদিনীপুর সদর ব্লক এবং কেশপুরের সীমানার পাটালৌকা এলাকায় একটি ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পিকআপ ভ্যানটি।

দুর্ঘটনায় আহতদের নিয়ে আসা হয়েছে মেদিনীপুর হাসপাতালে। —নিজস্ব চিত্র

দুর্ঘটনায় আহতদের নিয়ে আসা হয়েছে মেদিনীপুর হাসপাতালে। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ১৯:৫০
Share: Save:

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃতেরে নাম আতাউদ্দিন মল্লিক। দুর্ঘটনায় আহত আরও ২৪ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় পাঠানো হয়েছে। বাকিরা মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি। মুখ্যমন্ত্রীর নির্দেশে আহতদের চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করছেন তৃণমূল নেতারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মমতার সভা শেষে একটি পিকআপ ভ্যানে করে কেশপুরের পানিহাটি গ্রামে ফিরছিলেন তৃণমূল কর্মীরা। মেদিনীপুর সদর ব্লক এবং কেশপুরের সীমানার পাটালৌকা এলাকায় একটি ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পিকআপ ভ্যানটি। প্রায় সঙ্গে সঙ্গেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কেশপুরের বিধায়ক শিউলি সাহা-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। খবর পৌঁছনোর পরেই জেলা নেতৃত্বকে যাবতীয় বন্দোবস্ত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে মেদিনীপুর হাসপাতালে যান জেলা সভাপতি অজিত মাইতি, মন্ত্রী সৌমেন মহাপাত্র, দলের জেলা চেয়ারম্যান দীনেন রায়-সহ তৃণমূল নেতা-নেত্রীরা। তাঁরাই দু’জনকে কলতাতায় পাঠানোর ব্যবস্থা করেন।

আরও পড়ুন: ব্ল্যাকমেল, দর কষাকষিতে লাভ নেই, নাম না করে শুভেন্দু-বার্তা নেত্রীর

আরও পড়ুন: বিজেপি, কংগ্রেস, সিপিএম ঘোলা জলে মাছ ধরছে, তোপ মমতার

অজিত মাইতি বলেন, ‘‘দলনেত্রী নির্দেশ দিয়েছেন, আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করতে। আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হবে। দলের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Midnapore Medinipur Mamata Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE