Advertisement
০২ এপ্রিল ২০২৩
Nandigram

শুভেন্দুর মিছিলে যাওয়ার পথে বিজেপি কর্মীদের বাসে হামলা, ভাঙচুরের অভিযোগ

আক্রান্ত বিজেপি কর্মীরা জানিয়েছেন, তাঁরা সোনাচূড়া এলাকা থেকে বাসে চেপে নন্দীগ্রাম বাজারে শুভেন্দুর মিছিলে যোগ দিতে বেরিয়েছিলেন। হঠাৎ করেই ভুতার মোড়ের কাছে একদল তৃণমূল সমর্থক তাঁদের গাড়ির উপর চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়।

হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী। নিজস্ব চিত্র।

হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নন্দীগ্রাম শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১৬:৩৩
Share: Save:

বিজেপি কর্মীদের বাসে হামলা, পাল্টা পথ অবরোধ, থানার সামনে বিক্ষোভের জেরে উত্তাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। পূর্ব ঘোষণা মতো বজরং কমিটির ডাকে মঙ্গলবার নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জানকী মন্দির পর্যন্ত মিছিলে যোগ দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই কর্মসূচিতে যোগ দিতে নন্দীগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি ভর্তি করে বিজেপি সমর্থকরা যাচ্ছিলেন। পথে তেমনই একটি বাসে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যার জেরে উত্তপ্ত হয়েছে নন্দীগ্রাম।

Advertisement

বিজেপির অভিযোগ, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভুতার মোড় এলাকায় বিজেপি সমর্থকদের একটি বাসে হামলা ও ভাঙচুর চালানো হয়। মারধর করা হয় বিজেপি কর্মীদের। এই ঘটনায় একাধিক বিজেপি কর্মী জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করতে হয়েছে।

ইতিমধ্যে শুভেন্দুর মিছিল গন্তব্যে পৌঁছনোর পরেই বিজেপি কর্মীদের উপর হামলার খবর প্রকাশ্যে আসে। এর পরেই উত্তেজিত বিজেপি কর্মীরা ভাঙা বাসটিকে টেঙ্গুয়া মোড়ে নিয়ে এসে রাস্তা অবরোধ শুরু করেন। পাশাপাশি, নন্দীগ্রাম থানাতেও বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

গত কয়েক বছর ধরে নন্দীগ্রাম বাজারে অবস্থিত হনুমান মন্দিরে সাড়ম্বরে পুজো করে আসছে স্থানীয় বজরং কমিটি। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে বজরং কমিটির মিছিলে পা মেলান। কিন্তু তার পর এ ভাবে বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে নন্দীগ্রাম জুড়ে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলা হয় বিজেপির তরফে।

Advertisement

আক্রান্ত বিজেপি কর্মীরা জানিয়েছেন, তাঁরা সোনাচূড়া এলাকা থেকে বাসে চেপে নন্দীগ্রাম বাজারে শুভেন্দুর মিছিলে যোগ দিতে বেরিয়েছিলেন। হঠাৎ করেই ভুতার মোড়ের কাছে একদল তৃণমূল সমর্থক তাঁদের গাড়ির উপর চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। বাসে থাকা কোনও বিজেপি কর্মী সমর্থককেই রেয়াত করা হয়নি। সবাইকেই বেধড়ক পেটানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই বাসের বিজেপি কর্মীরা।

শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা কনিষ্ক পন্ডা জানিয়েছেন, দলের সমর্থকদের হামলার মুখে পড়তে হয়েছে খবর পেয়েই তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে তাঁদের আবেদন, এখনই দুষ্কৃতীদের পাকড়াও করা না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.