Advertisement
E-Paper

নিরাপত্তা বাড়াতে ৫১টি নজরদার ক্যামেরা শহরে

নিরাপত্তা বাড়াতে হলদিয়া শিল্পাঞ্চলে নজরদারি ক্যামেরা লাগানোর পরিকল্পনা নিয়েছে পুলিশ প্রশাসন। হলদিয়া পুলিশ সূত্রে খবর, মহকুমার গুরুত্বপূর্ণ ১২টি জায়গা ঠিক করে ৫১টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এর মধ্যে সাতটি জায়গায় ইতিমধ্যেই ২৮টি সিসিটিভি বসানো হয়ে গিয়েছে। বাকি জায়গা পর্যবেক্ষণের কাজ চলছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ০১:৫৩

নিরাপত্তা বাড়াতে হলদিয়া শিল্পাঞ্চলে নজরদারি ক্যামেরা লাগানোর পরিকল্পনা নিয়েছে পুলিশ প্রশাসন। হলদিয়া পুলিশ সূত্রে খবর, মহকুমার গুরুত্বপূর্ণ ১২টি জায়গা ঠিক করে ৫১টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এর মধ্যে সাতটি জায়গায় ইতিমধ্যেই ২৮টি সিসিটিভি বসানো হয়ে গিয়েছে। বাকি জায়গা পর্যবেক্ষণের কাজ চলছে। ৫টি জায়গা চিহ্নিত করে আরও ২৩টি সিসিটিভি বসানো হবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হলদিয়া শিল্পাঞ্চলে বহু জায়গার মানুষের নিত্য যাতায়াত। বহু এলাকার মানুষ এখানে কাজে আসেন। প্রশাসনের দাবি, এলাকাবাসীর নিরাপত্তার জন্যই এই পদক্ষেপ। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় পরীক্ষামুলকভাবে সিসিটিভি বসানো হয়েছে। এই পরীক্ষায় সফল হলে গোটা মহকুমা জুড়ে নজরদারির জন্য সিসিটিভি বসানো হবে। প্রথম পর্যায়ে ৭টি জায়গায় ২৮টি সিসিটিভি বসানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ৫টি জায়গায় ২৩টি সিসিটিভি বসানো হবে। আর তৃতীয় পর্যায়ে ফেরিঘাট ও সংলগ্ন এলাকায় সিসিটিভি বসানো হবে। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ৭টি জায়গায় ২৮টি সিসিটিভি বসাতে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজে এর থেকে বেশি অর্থ খরচ হবে

হলদিয়া পেট্রোকেমিক্যালসে চাকরি করেন উৎপল মাইতি। তাঁর বক্তব্য, “সিসিটিভির প্রয়োজনীয়তা আছে। কারণ হলদিয়ার একদিকে শিল্পাঞ্চল অন্য দিকে বন্দর।তাই বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এসে থাকেন। নিরাপত্তার স্বার্থে সিসিটিভি বসানো দরকার।” ইতিমধ্যেই হলদিয়াকে স্মার্ট সিটি করার প্রকল্প রিপোর্ট কেন্দ্রীয় সরকারের নগরোন্নয়ন দফতরে জমা পড়েছে। তাই নিরাপত্তার স্বার্থে সিসিটিভি বসানো ইঙ্গিতপূর্ণ বলেই অনেকে মনে করছেন।

মহকুমার পুলিশ আধিকারিক তন্ময় মুখোপাধ্যায় জানান, “শিল্পাঞ্চলে অপরাধ দমনের জন্যই এই পদক্ষেপ। কিন্তু তার মানে কোনও অপরাধ ঘটছে সেটা নয়। যাতে কোনও অপরাধ ঘটতে না পারে তার জন্যই এই পদক্ষেপ। সিসিটিভি ক্যামেরা বসালে অপরাধীদের ধরার কাজ পুলিশের কাছে অনেক সহজ হবে।”

Camera Police adminstration
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy