Advertisement
E-Paper

ত্রাণ বিলিতে দেবের সঙ্গী প্রসেনজিৎ-মিমি-নুসরত

কথা দিয়েছিলেন তিনি আসবেন আর সকলকে সাহায্যের চেষ্টা করবেন। সেই কথা তিনি রাখলেন। ফের নৌকো চেপে দেখলেন ঘাটালের বন্যা পরিস্থিতি, বিলোলেন ত্রাণও। তবে এ দিন একা ছিলেন না ঘাটালের সাংসদ দেব। তাঁর সঙ্গী টলিউডের এক ঝাঁক তারকা।

অভিজিৎ চক্রবর্তী

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৫ ০১:০০
টলিউডের তারকাদের সঙ্গে সাংসদ দেব। ঘাটালে তোলা নিজস্ব চিত্র।

টলিউডের তারকাদের সঙ্গে সাংসদ দেব। ঘাটালে তোলা নিজস্ব চিত্র।

কথা দিয়েছিলেন তিনি আসবেন আর সকলকে সাহায্যের চেষ্টা করবেন। সেই কথা তিনি রাখলেন। ফের নৌকো চেপে দেখলেন ঘাটালের বন্যা পরিস্থিতি, বিলোলেন ত্রাণও। তবে এ দিন একা ছিলেন না ঘাটালের সাংসদ দেব। তাঁর সঙ্গী টলিউডের এক ঝাঁক তারকা।

শনিবার দুপুর ১টা নাগাদ ঘাটালে ঢোকেন দেব। সঙ্গে প্রসেনজিৎ, নুসরত, তনুশ্রী, পল্লবী, সুমিত গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা, গায়ক সমিধ-সহ আরও অনেকে। এ দিন প্রথমে তাঁরা আড়গোড়ায় দু’নম্বর চাতাল থেকে নৌকা চেপে বন্যা পরিদর্শন করেন। ঘাটালের প্লাবিত আজবনগর, বলরামগড়, রথিপুর প্রভৃতি গ্রামগুলি নৌকায় করে প্রায় আধ ঘন্টার বেশি ঘুরে দেখেন তাঁরা। বন্যা পরিদর্শনের পর তারকাদের কনভয় সোজা চলে যায় ঘাটাল শহরের কৃষ্ণনগরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে। সেখানে এ দিন সেখানকার মঞ্চে ত্রাণের প্যাকেট বিলি করা হয়। জনা কুড়ির হাতে ত্রাণ তুলে দিয়ে মঞ্চ ছাড়ার আগে দেব বলেন, “আমি পনেরো ট্রাক ত্রাণ এনেছি। তাতে শাড়ি, শুকনো নানা খাবার, গবাদি পশুর খাবার রয়েছে। জানি, এতে হয়তো কিছুই হবে না। একদিন সময় পেয়েছিলাম। যা জোগাড় করতে পেরেছি-তাই এনেছি।’’

ক’দিন আগেই দেব বন্যা পরিদর্শনে ঘাটাল সফরে এসেছিলেন। তখনই বলেছিলেন, “বন্যার অভিজ্ঞতা একেবারেই যে আমার নেই-তা নয়। ছোট বেলায় আমি মামার বাড়িতে গিয়ে বন্যা দেখেছি। কিন্তু এত ভয়াল ছিত্র কোনও দিন দেখিনি।’’ এ দিন দেবের কথায়, ‘‘ঘাটাল থেকে ফিরে কয়েকজনকে ফোনে বিষয়টি জানাই। তার পরই একশোটা ফোন আসে। সবাই বলে কী করতে হবে। সবাই আমাকে বিভিন্ন ধরনের ত্রাণ দিয়ে সাহায্য করেছেন। যাঁরা আসতে পারেনি-তাঁরাও আমাকে সাহয্য করেছেন।’’

বন্যা বিধ্বস্ত ঘাটালে তারকাদের ত্রাণ সহ পরিদর্শনের খবর শুক্রবার থেকে ছড়িয়ে পড়েছিল। শনিবার সকাল থেকে তাই ঘাটালে সাজ সাজ রব। মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। কেউ জায়গা করে নেন নৌকা ঘাটে, কেউ বা মঞ্চের কাছাকাছি। তারকাদের ঘাটাল সফরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে-তার জন্য সকাল সাড়ে আটটা থেকে ঘাটাল শহরের পেট্রল পাম্পের সামনে থেকে বাস বন্ধ করে দেওয়া হয়। ফলে প্রায় দু’কিলোমিটার পায়ে হাঁটতে হয় নিত্যযাত্রীদের। তারকাদের দেখার জন্য প্রবল আগ্রহ ছিল দুর্গতদের মধ্যেও। নৌকায় করে পরিদর্শনের সময় এক গলা জলে নেমেই তারকাদের নৌকার কাছাকাছি চলে আসেন সংলগ্ন বহু কিশোরী থেকে মহিলারা। তাঁদের দেখে হাত নেড়ে এবং নমস্কার করেন সব তারকারা। আর নৌকা যখন, ঘাটাল-চন্দ্রকোনা সড়কের কাছাকাছি চলে আসে, তখন রাস্তার ধারে মানুষের ঢল।

প্রসেনিজিৎ বলেন, “আমি এই প্রথম ঘাটালে এলাম। বন্যার জল অনেকটাই কমে গিয়েছে। আমার এমন অভিজ্ঞতা কখনও হয়নি। দেবের সৌজন্যে ঘাটালের জলমগ্ন ঘাটালের মানুষের পাশে এসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।” একই বক্তব্য, সায়ন্তিকা,পল্লবী, মিমিরও। আজ, দেবের বোনের বিয়ে। তা জানিয়ে প্রসেনজিৎ বলেন, ‘‘আপনারা সবাই জানেন বাঙালির বাড়িতে মেয়ের বিয়ে মানে কতটা ব্যস্ত থাকতে হয়। তাতেও দেবের এই উদ্যোগ প্রসংশনীয়।’’

শহরের প্রবীণ শিক্ষক কল্পতরু মল্লিকের কথায়, “আমি ছোট থেকেই ঘাটালে রয়েছি। বহু বন্যা দেখেছি। এ বার সাংসদ ও তাঁর তারকা সঙ্গীদের এভাবে সাহায্য করতে দেখলাম।’’ ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, দিলীপ মাঝিরা বলেন “আমাদের দলীয় কর্মীরা দেবের নির্দেশে প্যাকেট তৈরি করতে শুরু করেছে। রবিবারের মধ্যেই গোটা ঘাটাল সাংসদ এলাকায় পাঠিয়ে দেওয়া হবে।”

যাওয়ার আগে দেব বলেন, “কথা দিয়েছিলাম, আবার আসব। এই সঙ্কটে সবাইকে এগিয়ে আসতে হবে। বন্যা কমলে আবার আসব। তখন মেডিসিন কিট সঙ্গে আনব।’’

এক বুক জলে ডুবে সেই আশ্বাসেরই অপেক্ষায়
ঘাটালের বাসিন্দারা।

Tollywood Dev ghatal flood boat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy