Advertisement
০৫ মে ২০২৪

সূর্যকান্তর মিছিলে বাধা

কথা ছিল হলদিয়ার মঞ্জুশ্রী মোড় পর্যন্ত মিছিল হবে বামেদের। কিন্তু বুধবার হলদিয়ায় সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে মিছিল এগিয়ে গিয়েছিল দূর্গাচক বাজারের দিকে। বাধাও দিয়েছিল পুলিশ। সেই সময় সূর্যকান্ত মিশ্রের সঙ্গে কিছুটা ধস্তাধস্তিও হয় পুলিশের। তবে পিছু হটেননি সূর্যবাবুরা।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সূর্যকান্ত মিশ্রের। নিজস্ব চিত্র।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সূর্যকান্ত মিশ্রের। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ০১:২৫
Share: Save:

কথা ছিল হলদিয়ার মঞ্জুশ্রী মোড় পর্যন্ত মিছিল হবে বামেদের। কিন্তু বুধবার হলদিয়ায় সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে মিছিল এগিয়ে গিয়েছিল দূর্গাচক বাজারের দিকে। বাধাও দিয়েছিল পুলিশ। সেই সময় সূর্যকান্ত মিশ্রের সঙ্গে কিছুটা ধস্তাধস্তিও হয় পুলিশের। তবে পিছু হটেননি সূর্যবাবুরা। দুর্গাচক বাজারে শেষ হয় মিছিল।

২ সেপ্টেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ধর্মঘটের সমর্থনে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে বুধবার হলদিয়ায় মিছিল করে সিপিএম। সুতাহাটার ভাগ্যবন্তপুর থেকে মিছিল শুরু হয়। মিছিলটি এগিয়ে দুর্গাচক বাজারের দিকে যাচ্ছিল। মাঝ রাস্তায় মঞ্জুশ্রী মোড়ে বিশাল পুলিশবাহিনী ব্যারিকেড করে মিছিলটি আটকাতে যায়। অতিরিক্ত পুলিশ কমিশনার কাজি সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী হাজির ছিল সেখানে। ব্যারিকেডের বাধাকে সরিয়ে মিছিল এগিয়ে যায় এবং দুর্গাচক বাজারে তা শেষ হয়। হলদিয়া বিধানসভা আসন জয়লাভ করে সিপিএম। তারপর এটাই হলদিয়ায় প্রথম রাজ্য সম্পাদকের নেতৃত্বে মিছিল।

মিছিল শেষের পরে পথসভা করেন সূর্যকান্ত মিশ্র। বলেন, ‘‘নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। তা কমাতেই ধর্মঘট করতে হচ্ছে। আজ পুলিশ দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করা হলেও সে চেষ্টা ব্যর্থ হয়েছে।’’ সভায় ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল -সহ অন্যান্যরা। এদিনের সভা থেকে তিনি দলের নিষ্ক্রিয় কর্মীদেরও বার্তা দেন। তাঁর বক্তব্য, ‘‘রাস্তায় না থাকলে নেতা হওয়ার দরকার নেই। যারা দল ছেড়ে চলে যাচ্ছেন তারা বিশ্বাসঘাতক। আর বিশ্বাসঘাতকদের জন্য দরজা খোলা রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Unrest Left Front Rally
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE