Advertisement
E-Paper

মাধ্যমিকে বসছেই কম

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে পাশের হারে রাজ্যের মধ্যে প্রায়ই সেরার স্থান দখল করে পূর্ব মেদিনীপুর জেলা। অথচ এই জেলায় গতবারের চেয়ে এ বার কমছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৮ ০১:৩৫
তমলুক-হাইস্কুল: আজ এখানে পরীক্ষা দেবে আটটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা। নিজস্ব চিত্র

তমলুক-হাইস্কুল: আজ এখানে পরীক্ষা দেবে আটটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা। নিজস্ব চিত্র

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে পাশের হারে রাজ্যের মধ্যে প্রায়ই সেরার স্থান দখল করে পূর্ব মেদিনীপুর জেলা। অথচ এই জেলায় গতবারের চেয়ে এ বার কমছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা।

আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জেলা শিক্ষা দফতরের হিসাব অনুযায়ী, এ বার পূর্ব মেদিনীপুর জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬৩ হাজার ৪৪৫ জন। এদের মধ্যে ছাত্র ২৯ হাজার ৫৯১ জন ও ছাত্রী ৩৩ হাজার ৮৫৪ জন। গতবছর ( ২০১৭ ) জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৩ হাজার ৬৩৪ জন। অর্থাৎ গত বছরের চেয়ে এ বছর জেলায় ১৮৯ জন মাধ্যমিক পরীক্ষার্থী কমেছে। শিক্ষায় অগ্রণী পূর্ব মেদিনীপুর জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় কিছুটা অবাক হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ,জেলা শিক্ষা দফতরের আধিকারিকেরা।

পূর্ব মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক ( মাধ্যমিক ) চাপেশ্বর সর্দার বলেন, ‘‘গত বছরের চেয়ে এ বছর জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। এর কারণ জানতে পর্যালোচনা করা হবে। কোথাও কোনও খামতি রয়েছে কি না, খতিয়ে দেখা হবে।’’

আঁটোসাটো

• ‘স্পর্শকাতর’ কেন্দ্রে বিশেষ নজরদারি

• সিসিটিভি এবং মোবাইল ভিডিওগ্রাফি

• পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ

• কেন্দ্রে সময় মতো পুলিশ মোতায়েন

• সব পরীক্ষা কেন্দ্রে প্যারা মেডিক্যাল টিম

কেন কমছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা? শাসক দল প্রভাবিত শিক্ষক সংগঠন ওয়েস্টবেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি অনুপ ভট্টাচার্যের কথায়, ‘‘জেলায় মাধ্যমিক স্তরের পড়ুয়াদের একাংশের কেন্দ্রীয় বোর্ডের অধীনে থাকা বিদ্যালয়গুলিতে ভর্তির প্রবণতা বাড়ছে। এইসব পড়ুয়ারা রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের আওতায় আসছে না। ফলে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় বসা ছাত্র-ছাত্রীর সংখ্যা কিছুটা কমতে পারে।’’

প্রশ্ন উঠছে, পূর্ব মেদিনীপুর জেলায় কেন্দ্রীয় বিদ্যালয়ের সংখ্যা তো হাতে গোনা। তার প্রভাবে কি জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমতে পারে! জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের মতে, প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হওয়ার পর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রবণতা আগের চেয়ে বৃদ্ধি পেলেও ‘ড্রপ আউটে’র সমস্যা এখনও রয়েছে। বিশেষত অষ্টম শ্রেণির পর ছাত্রেদের একাংশ পড়া ছেড়ে সোনা, ফুলের কাজ করছে। এর প্রভাব পড়ছে মাধ্যমিক পরীক্ষায়। পাঁশকুড়া ব্রাডলি বারট হাইস্কুলের শিক্ষক মানসকুমার দাস বলেন, ‘‘নিজের স্কুলের অভিজ্ঞতায় দেখেছি, পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়া পড়ুয়াদের মধ্যে ছাত্রদের একাংশ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই স্কুলের পড়া ছাড়ছে। খোঁজ নিয়ে দেখা গিয়েছে, এদের কেউ সোনার, ফুলের, এমনকী, কাঠের কাজের সন্ধানে পড়া ছাড়ছে।’’

একনজরে

পূর্ব মেদিনীপুর

• পরীক্ষার্থী-৬৩,৪৪৫

• ছাত্র-২৯,৫৯১

• ছাত্রী-৩৩,৮৫৪

• পরীক্ষাকেন্দ্র-১০৫

• মূল কেন্দ্র ৭৮

• অতিরিক্ত কেন্দ্র ২৭

• জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দফতর:
০৩২২৮- ২৬৭০৯১

• মধ্যশিক্ষা পর্ষদ (মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্র):
০৩২২২- ২৭৫৫২৪

পরীক্ষার্থীদের সংখ্যা কমলেও এ বার জেলায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা গত বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গত বছর পরীক্ষাকেন্দ্র ছিল ১০২টি। তা এ বার বেড়েছে হয়েছে ১০৫টি।

Madhyamik Pariksha Students Candidates
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy