প্রাকৃতিক দুর্যোগের জন্য মঙ্গলবার ঝাড়গ্রামে বাতিল হল বিধায়ক তথা বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা। সভার জন্য শহরের সুভাষচকে মঞ্চ বাঁধাও হয়ে গিয়েছিল। কিন্তু রবিবার রাত থেকেই শুরু হয়েছে নিম্নচাপের দুর্যোগ। খারাপ আবহাওয়ার জন্য এ দিন কর্মসূচি বাতিলের কথা বিজেপি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। তবে মঞ্চ খোলা হয়নি। আজ, বুধবার ওই কর্মসূচি হবে। তবে দিলীপবাবু সভায় যোগ দিচ্ছেন না বলে বিজেপি সূত্রে খবর।
বিজেপি-র ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় শতপথী বলেন, “প্রাকৃতিক দুর্যোগের জন্য মঙ্গলবার রাজ্য সভাপতির সভা বাতিল হয়েছে। বুধবার ঝাড়গ্রাম শহরের সুভাষ মোড় এলাকায় ‘গণতন্ত্র বাঁচাও’ সমাবেশ কর্মসূচিতে হাজির থাকবেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়, রাজ্য সম্পাদক শ্যামাপদ মণ্ডল।” সুখময়বাবু জানান, রাজ্য সভাপতি দিলীপবাবু দলীয় কাজে দিল্লি চলে গিয়েছেন, তাই বুধবারের সভায় তাঁর থাকার সম্ভাবনা নেই। পঞ্চায়েত ভোটে সাফল্যে এলেও জঙ্গলমহলে ধীরে চলো নীতি নিয়ে হাঁটছে গেরুয়া শিবির। বিজেপি-র একাংশ নির্বাচিত জনপ্রতিনিধিকে ভাঙিয়ে নেওয়ার দাবি করেছে শাসক দল। তা সত্ত্বেও জেলার দু’টি পঞ্চায়ত সমিতি ও ২৫টি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছে বিজেপি। সুখময়বাবুর দাবি, পঞ্চায়েত ভোটে সাফল্যের পর থেকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগে মামলা রুজু করা হচ্ছে। সেই কারণেই গণতন্ত্র বাঁচাও সমাবেশে তাঁরা আগামী দিনের প্রতিবাদী কর্মসূচি ঘোষণা করবেন।
বিজেপি-র এই কর্মসূচিকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তৃণমূলের ঝাড়গ্রাম জেলা কোর কমিটির চেয়ারম্যান সুকুমার হাঁসদা বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগে জঙ্গলমহলে গণতন্ত্র ফিরেছে। শান্তি প্রতিষ্ঠা হয়েছে। উন্নয়নের জোয়ার বইছে। অশান্তি পাকানোর উদ্দেশ্যে বিজেপি এ সব কর্মসূচি করছে।”