Advertisement
১৭ মে ২০২৪

জেলায় পাঁচ সেতু তৈরির অনুমোদন

পশ্চিম মেদিনীপুরের কিছু সেতু ও রাস্তা তৈরিতে অনুমোদন দিল জেলা পরিষদ। অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হবে। সম্প্রতি জেলা পরিষদের সভায় প্রকল্পগুলিতে অনুমোদন দেওয়া হয়। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শৈবাল গিরি বলেন, “জেলার কিছু সেতু ও রাস্তা তৈরি খুবই জরুরি। নির্দিষ্ট সময়ে যাতে কাজ শেষ হয়, নজর রাখা হবে।”

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০০:৫৪
Share: Save:

পশ্চিম মেদিনীপুরের কিছু সেতু ও রাস্তা তৈরিতে অনুমোদন দিল জেলা পরিষদ। অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হবে। সম্প্রতি জেলা পরিষদের সভায় প্রকল্পগুলিতে অনুমোদন দেওয়া হয়। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শৈবাল গিরি বলেন, “জেলার কিছু সেতু ও রাস্তা তৈরি খুবই জরুরি। নির্দিষ্ট সময়ে যাতে কাজ শেষ হয়, নজর রাখা হবে।”

জেলা পরিষদ সূত্রে খবর, নয়াগ্রামের কেশরেখা, খড়্গপুর-১ ব্লকের কেশপাল, গড়বেতা- ১ এর বনকাটি, গড়বেতা- ২ এর মানিকদীপা এবং কেশিয়াড়ির সাঁতরাপুরে সেতু তৈরি হবে। কেশরেখার ক্ষেত্রে অর্থ মিলবে পিইউপি থেকে। বাকিগুলোর ক্ষেত্রে আরআইডিএফ থেকে। পিংলার দুজিপুর থেকে সানগড় ভায়া অস্তি, দাঁতন ১ ব্লকের বামনপুকুর থেকে শালিকোটা ভায়া কাকড়াজিত, দাসপুর-১ এবং চন্দ্রকোনা-১ ব্লকের সুপা থেকে ডিঙ্গল ভায়া হালাঘাট, দাসপুর ২ ব্লকের শ্রীবরা থেকে গোপীগঞ্জ, দাঁতন ২-এর দিঘা থেকে বাবলা ভায়া শ্যামসুন্দরপুর এবং গড়বেতা- ১ এর শ্যামনগর থেকে উপরজবা রাস্তা তৈরিরও অনুমোদন মিলেছে। প্রতিটি ক্ষেত্রেউ অর্থ মিলবে আরআইডিএফ থেকে।

পাশাপাশি, নারায়ণগড়ের বাখরাবাদ থেকে খাকুড়দা, গোপীবল্লভপুর- ১ এর আশুই থেকে সুল্লাপাতা, জামবনির কাপগাড়ি বাসস্ট্যাণ্ড থেকে কাপগাড়ি কলেজ, খড়্গপুর- ১ এর কলাইকুণ্ডা (১ নম্বর গেট) থেকে সালুয়া এবং গড়বেতা- ২ এর হুমগড় থেকে আমলাশুলি রাস্তা তৈরির অনুমোদন মিলেছে। প্রয়োজনীয় অর্থ মিলবে আরআইডিএফ থেকেই। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শৈবালবাবু বলেন, “আরও কিছু রাস্তা তৈরি এবং সংস্কার করা জরুরি। সমস্ত দিক খতিয়ে দেখে এ ক্ষেত্রেও উপযুক্ত পদক্ষেপ করা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bridge District Council midnapore nayagram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE