Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ভোট কর্মীদের চিহ্নিত করতে রঙিন নিয়োগপত্র

তমলুক লোকসভা উপ-নির্বাচনে নিযুক্ত ভোট কর্মীদের জন্য বিধানসভাভিত্তিক বিভিন্ন রঙের স্লিপ দেওয়ার ব্যবস্থা করছে জেলা নির্বাচন দফতর। তমলুক লোকসভা কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা কেন্দ্রের এলাকা ভিত্তিক ভোট কর্মীদের চিহ্নিত করার সুবিধার্থেই এমন ব্যবস্থা-জানান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ০০:২২
Share: Save:

তমলুক লোকসভা উপ-নির্বাচনে নিযুক্ত ভোট কর্মীদের জন্য বিধানসভাভিত্তিক বিভিন্ন রঙের স্লিপ দেওয়ার ব্যবস্থা করছে জেলা নির্বাচন দফতর। তমলুক লোকসভা কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা কেন্দ্রের এলাকা ভিত্তিক ভোট কর্মীদের চিহ্নিত করার সুবিধার্থেই এমন ব্যবস্থা-জানান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল।

রশ্মি কমল জানান, আগামী ১৯ নভেম্বর তমলুক লোকসভা উপ-নির্বাচনের ভোটগ্রহণের জন্য মোট ১৮৫৫ টি বুথ থাকছে। প্রতিটি বুথের জন্য চারজন করে ভোট কর্মী থাকছেন। ভোট কর্মীদের দ্রুত চিহ্নিত করা ও কাজের সুবিধার জন্য বিধানসভা ভিত্তিক বিভিন্ন রঙের স্লিপ দেওয়া হচ্ছে। যেমন গোলাপী, হাল্কা বাদামি প্রভৃতি রঙের নিয়োগপত্র। ভোটগ্রহণ সামগ্রী বন্টন কেন্দ্রে বিধানসভা ভিত্তিক নির্দিষ্ট রঙের স্টল তৈরি করা হচ্ছে। ফলে কোন নির্দিষ্ট বিধানসভা এলাকার ভোটকর্মীরা তাঁদের বিধানসভা এলাকার স্টল দ্রুত খুঁজে নিতে পারবেন এবং ভোট সামগ্রী পেতে সুবিধা হবে।

জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, তমলুক মহকুমার তমলুক, নন্দকুমার, ময়না, পূর্ব পাঁশকুড়া এলাকার ভোট সামগ্রী বন্টন কেন্দ্র করা হয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ- বিদ্যালয়ে। হলদিয়া মহকুমার মধ্যে থাকা হলদিয়া, নন্দীগ্রাম ও মহিষাদল বিধানসভা এলাকার ভোটগ্রহণ কর্মী ও ভোট সামগ্রী বন্টন কেন্দ্র হলদিয়ার বাসুদেবপুর গর্ভমেন্ট স্পনসর্ড হাইস্কুলে। ভোট কর্মীদের জন্য কালার কোড ছাড়াও ভোটগ্রহণ পর্ব শেষ হলে ধন্যবাদ জ্ঞাপক একটি শংসাপত্র ও চকোলেট, চাবির রিং উপহার দেওয়া হবে। রশ্মি কমলের কথায়, ‘‘সুষ্ঠভাবে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন করার জন্য ভোটকর্মীদের উৎসাহ দিতেই এমন ব্যবস্থা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

District election commision Tamluk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE