সারদা বিদ্যামন্দিরের ছাত্র সুপ্রভ আদক এবার মেধাতালিকায় পঞ্চম স্থানে রয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। তার প্রিয় বিষয় পদার্থবিদ্যা। ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়েই গবেষণা করতে চায় সে। এই বিষয়ে ১০০ পেয়েছে সে। তার বাবা তাপসকুমার আদক স্কুল শিক্ষক। মা সোমা আদক গৃহবধূ। পড়াশোনার ফাঁকে, অবসরে ছবি আঁকে সুপ্রভ। সঙ্গীতচর্চাও করে। সোমা বলছিলেন, ‘‘ওকে পড়ার কথা বলতে হত না। সামনে বড় জীবন পড়ে রয়েছে। আমরা চাই, নিজের যেটা ইচ্ছে, সেটা নিয়েই এগোক। এমন ফল যেন ধরে রাখতে পারে।’’
সুপ্রভ বলছিল, ‘‘স্কুলের শিক্ষকদের থেকে সব রকম সহযোগিতা পেয়েছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)