Advertisement
১১ মে ২০২৪

শহরে ব্যাটিং শুরু শীতের

শীত বাড়ায় ডেঙ্গি নিয়ে স্বস্তির শ্বাস ফেলছেন অনেকে। তাঁদের আশা, পুর-প্রশাসন না পারলেও শীত এসে হয়তো নিয়ন্ত্রণে আনবে ডেঙ্গিকে।

শীতঘুম: মেদিনীপুরে বৃহস্পতিবার। ছবি: কিংশুক আইচ

শীতঘুম: মেদিনীপুরে বৃহস্পতিবার। ছবি: কিংশুক আইচ

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ০০:০০
Share: Save:

নিম্নচাপের বাধা সরে যাওয়ার পরে শীত-শীত ভাবটা আসতে শুরু করেছিল। বুধবার রাতে সাম্প্রতিক সময়ে শীতলতম দিন দেখল মেদিনীপুর। একধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছিল অনেকটাই। গায়ে উঠেছে সোয়েটার-মাফলার-টুপি। শহরের বাসিন্দা স্বপন পালের কথায়, “দিন কয়েক ধরেই তাপমাত্রা একটু একটু করে নামছিল। শীত- শীত করছিল। বুধবার রাত থেকে বেশ ঠান্ডা লাগছে। বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তখন সোয়েটার-মাফলার নেওয়া হয়নি। সন্ধ্যায় বাড়ি ফিরে আবার নিয়ে বেরোলাম।’’

শীত বাড়ায় ডেঙ্গি নিয়ে স্বস্তির শ্বাস ফেলছেন অনেকে। তাঁদের আশা, পুর-প্রশাসন না পারলেও শীত এসে হয়তো নিয়ন্ত্রণে আনবে ডেঙ্গিকে।

সপ্তাহ কয়েক আগে শীতের ভাব দেখা দিতে শুরু করেছিল। কয়েকদিন আগে নিম্নচাপের জেরে সেই ঠান্ডাভাব উধাও হয়ে যায়। পরে ফের শীত এসেছে। দিন কয়েক মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছিল ২০ ডিগ্রির আশেপাশে। বুধবার রাতে তা ১৩.৫ ডিগ্রিতে নেমে যায়। সাম্প্রতিক সময় মেদিনীপুরে কখনও তাপমাত্রার পারদ এতটা নামেনি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের মিটিওরোলজি পার্ক সূত্রে খবর, বুধবার মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি। বিশ্ববিদ্যালয়ের এক কর্তা মানছেন, “মেটিওরোলজি পার্কের থার্মোমিটার থেকে দেখা গিয়েছে, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি। গত কয়েক মাসে কখনও তাপমাত্রা এতটা নামেনি।’’

শনি ২১

গত একসপ্তাহে মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা

তাপমাত্রা: ডিগ্রি সেলসিয়াসে

বুধবার রাতে মেদিনীপুরে কনকনে ঠান্ডা ছিল। বৃহস্পতিবার সকালে অবশ্য রোদের দেখা মিলেছে। তবে শীত-শীতটা ভাবটা যায়নি। রোদও যেমন ছিল, এই ভাবটাও তেমন ছিল। গত এক সপ্তাহের মধ্যে এর আগে তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমেছিল। সেটা গত মঙ্গলবার। একদিনের ব্যবধানে তাপমাত্রা ৩.৫ ডিগ্রি কমে ১৩.৫ ডিগ্রি হয়ে যায়। নিম্নচাপের বাধা সরে যাওয়ায় উত্তুরে হাওয়ার পথ খুলে গিয়েছে। তাই শীত-শীত ভাবটা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে মেদিনীপুরে বাতাস বয়েছে ৪.৬ কিলোমিটার বেগে। উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে। আগামী ক’দিন শীত আরও কিছুটা বেশি মাত্রায় মালুম হতে পারে। এ দিন ভোরে কাঁপুনিও দেয়। সকালের রোদে সেই কাঁপুনি খানিকটা কমে। দুপুর গড়াতে ফের শীত-শীত ভাব। বিকেলের পরে সোয়েটার, মাফলার, জ্যাকেট পরে বেরোতে শুরু করেন কমবেশি সকলেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Weathe Winter Temperature Cold
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE