Advertisement
E-Paper

মেয়েদের সুরক্ষা বার্তা পথনাটিকায়

শুধু দেশ কেন, জেলাতেও মহিলাদের বিবস্ত্র করে মারধর এবং নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছে। বেড়ে চলা এই ধরনের ঘটনা সম্পর্কে সচেতন এবং সামাজিক বার্তা দিতে পথ নাটিকাকে হাতিয়ার করল জেলা পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ০০:৫৭
তমলুকের রাস্তায় পথনাটিকা। শনিবার। নিজস্ব চিত্র

তমলুকের রাস্তায় পথনাটিকা। শনিবার। নিজস্ব চিত্র

চলন্ত বাসে দিল্লিতে গণধর্ষণ থেকে উত্তরপ্রদেশের উন্নাও এবং তেলঙ্গানার পশু চিকিৎসকে পুড়িয়ে মারা— গত কয়েক বছরে মহিলাদের উপরে যৌন নির্যাতনের একাধিক ঘটনা সামনে এসেছে। শুধু দেশ কেন, জেলাতেও মহিলাদের বিবস্ত্র করে মারধর এবং নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছে। বেড়ে চলা এই ধরনের ঘটনা সম্পর্কে সচেতন এবং সামাজিক বার্তা দিতে পথ নাটিকাকে হাতিয়ার করল জেলা পুলিশ।

শনিবার পুলিশের উদ্যোগে তমলুকের হাসপাতাল মোড়, রাধামনি বাজার ও ডিমারি বাজারে পথ নাটিকা করে একটি নাট্য গোষ্ঠীর সদস্যেরা। যুগজিৎ নন্দের লেখা এবং কুনাল নন্দের নির্দেশনায় ‘আঁধার ছেঁড়া তমসুক’ নামে ওই নাটিকায় তুলে ধরা হয়েছে শিশুদের উপর নির্যাতনের বিভিন্ন দিক ও তার থেকে সামাজিক শিক্ষামূলক কাহিনী। ২০ মিনিটের পথ নাটিকায় রয়েছে আটটি চরিত্র। অভিনয় করছেন ১১ জন অভিনেতা। বিদ্যালয় চত্বর এবং বিভিন্ন জনবহুল বাজারে নাটিকার প্রধান দর্শক ছিল স্কুলপড়ুয়া থেকে আম জনতা। কুনাল বলেন, ‘‘সামাজিক সমস্যাগুলি তুলে ধরে মানুষকে সচেতন করতেই এই নাটিকা। ভাল সাড়া পেয়েছি।’’

জেলা পুলিশ সূত্রের খবর, শিশুদের উপর যৌন নির্যাতন, তাদের পাচার এবং নাবালিকা বিবাহ বন্ধ করার বিষয়ে আইনি পদক্ষেপের পাশাপাশি এই সব সচেতনতা অভিযানের গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য পুলিশের তরফে ‘উন্মেষ’ নামে একটি প্রকল্প রয়েছে। পুলিশের এই উদ্যোগে সামিল হয়েছে হলদিয়া এনার্জি লিমিটেড। ওই শিল্প সংস্থার সামাজিক দায়বদ্ধতা প্রকল্প ম্যানেজার সত্যজিৎ গঙ্গোপাধ্যায় বলেন ‘‘সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের সাথে আমরা কাজ করছি। বিভিন্ন এলাকার মোট ১০৪টি হাইস্কুলে সচেতনতামূলক প্রচার চালানো শুরু হয়েছে। আত্মরক্ষার কৌশল শেখানোরও শিবির হয়েছে। আর এখন পথ নাটিকার মাধ্যমেও প্রচার করা হচ্ছে।’’

Workshp Molestation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy