Advertisement
১৭ মে ২০২৪

অবসরের দিন লক্ষ টাকা দান স্কুলের শিক্ষাকর্মী কেদারচন্দ্রের

নিজের গ্রামের বর্তনা প্রভাতী আশ্রম হাইস্কুলেই নিয়েছেন শিক্ষার পাঠ। পরে ওই স্কুলেই চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে ঘণ্টা বাজিয়ে কাটিয়েছেন চাকুরি জীবন। অবসরগ্রহণের দিন দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্যার্থে তিনিই স্কুলের প্রধান শিক্ষকের হাতে তুলে দিলেন এক লক্ষ টাকা। সঙ্গে নিজের স্কুলকে চোখের জলে বিদায় জানালেন এগরা-১ ব্লকের ওই স্কুলের ঘণ্টাবাদক কেদারচন্দ্র গিরি।

সংবর্ধনা। —নিজস্ব চিত্র।

সংবর্ধনা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
এগরা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৪ ০০:২৩
Share: Save:

নিজের গ্রামের বর্তনা প্রভাতী আশ্রম হাইস্কুলেই নিয়েছেন শিক্ষার পাঠ। পরে ওই স্কুলেই চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে ঘণ্টা বাজিয়ে কাটিয়েছেন চাকুরি জীবন। অবসরগ্রহণের দিন দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্যার্থে তিনিই স্কুলের প্রধান শিক্ষকের হাতে তুলে দিলেন এক লক্ষ টাকা। সঙ্গে নিজের স্কুলকে চোখের জলে বিদায় জানালেন এগরা-১ ব্লকের ওই স্কুলের ঘণ্টাবাদক কেদারচন্দ্র গিরি।

কেদারবাবুর অবসরগ্রহণের দিনকে স্মরণীয় করে রাখতে স্কুলের তরফ থেকে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। অনুষ্ঠানে স্কুলের পড়ুয়া থেকে শিক্ষকরা সকলেই এক বাক্যে স্বীকার করেছেন কেদারবাবুর নিষ্ঠার কথা। সকলেই তাঁর দায়িত্ব ও স্কুলের প্রতি ভালবাসার কথাও জানান। স্কুলের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দাস বলেন, “কেদারবাবু ছিলেন স্কুলের দায়িত্ববান কর্মী। তাঁকে সম্মান জানাতে তাঁর হাতে উপহার ও মানপত্র তুলে দেওয়া হয়েছে। আমরাও কৃতজ্ঞ ওঁর কাছে।” স্কুলের আর এক শিক্ষক উৎপল বর বলেন, “কেদারবাবু আমাদের স্কুলের অভিভাবকের মতো। তাঁকে সম্মান জানাতে পেরে ভাল লাগছে।”

কেদারবাবু জানিয়েছেন, তাঁর দুই ছেলেই চাকুরিজীবী, মেয়েরও বিয়ে দিয়ে দিয়েছেন। তাই পরিবারে সকলে মিলেমিশে থাকতে তাঁর কোনও অসুবিধা হবে না। তিনি নিজে ছোট থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন। জানেন, অভাবের সংসারে পড়াশোনা চালিয়ে যাওয়াটা কতটা কষ্টসাধ্য। তাই কেদারবাবুর কথায়, “ এই স্কুলেই জীবনের ৪৫টা বছর কাটিয়েছি। স্কুলের দরিদ্র পরিবারের পড়ুয়াগুলোকে যদি একটু সাহায্য করতে পারি, আমারও ভাল লাগবে।”

মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুনাল ঘোষের মন্তব্যের প্রতিবাদে সোমবার মোহনপুর ব্লকে মিছিল করল মহিলা তৃণমূল। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূলের মহিলা সভানেত্রী অনিতা পাহাড়ী। মিছিলে যোগ দিয়েছিলেন ব্লকের কয়েকশো মহিলা কর্মী-সমর্থক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE