Advertisement
E-Paper

আজ থেকে পশ্চিমে শুরু মনোননয়ন-পর্ব

জেলায় প্রথম দফার নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে আগামী ৭ মে। ওই দিন পশ্চিম মেদিনীপুরের দুই লোকসভা কেন্দ্র মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভোট। আজ, শনিবার তার বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। আর আজ থেকেই শুরু হয়ে যাবে মনোনয়ন জমা নেওয়ার কাজ। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। দিনের হিসাবে মনোনয়ন জমা নেওয়ার জন্য ৮ দিন সময় দেখালেও এর মধ্যে রয়েছে একটি রবিবার, চড়কপুজা, বাংলা নববর্ষ এবং গুড ফ্রাইডে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৪ ০১:৫৯

জেলায় প্রথম দফার নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে আগামী ৭ মে। ওই দিন পশ্চিম মেদিনীপুরের দুই লোকসভা কেন্দ্র মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভোট। আজ, শনিবার তার বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। আর আজ থেকেই শুরু হয়ে যাবে মনোনয়ন জমা নেওয়ার কাজ। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। দিনের হিসাবে মনোনয়ন জমা নেওয়ার জন্য ৮ দিন সময় দেখালেও এর মধ্যে রয়েছে একটি রবিবার, চড়কপুজা, বাংলা নববর্ষ এবং গুড ফ্রাইডে। ছুটির দিনে মনোনয়ন জমা দেওয়া যাবে না। ফলে রইল পড়ে চার দিন। ২১ তারিখে মনোনয়ন পরীক্ষা হবে। ২৩ তারিখ বিকেল ৩ টের মধ্যে প্রত্যাহার। তারপরই প্রতীক দিয়ে দেওয়া হবে প্রার্থীদের। একই সঙ্গে সার্ভিস ব্যালটও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে ওই দিন থেকেই।

তবে ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন যেহেতু ১২ মে, তাই সেখানে মনোনয়ন শুরু হবে আগামী ১৭ এপ্রিল। ২৪ এপ্রিল পর্যন্ত চলবে মনোনয়ন জমা নেওয়া। ২৫ তারিখ মনোনয়ন পরীক্ষা। ২৮ তারিখ বিকেল ৩ টে পর্যন্ত প্রত্যাহার করা যাবে। তারপরই প্রতীক দেওয়া হবে প্রার্থীদের। এক্ষেত্রে মনোনয়ন জমা নেওয়া হবে কালেক্টরেটের সভাকক্ষে। অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) সুশান্ত চক্রবর্তী বলেন, “কিভাবে মনোনয়ন জমা দিতে হবে, তার জন্য কী কী নথি প্রয়োজন, যাবতীয় বিষয়ে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক রয়ে গিয়েছে। মনোনয়নের সময়কালীন ছুটির কথাও সকলকে জানানো হয়েছে।”

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার রয়েছেন জেলাশাসক গুলাম আলি আনসারি। আর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আর অর্জুন। দু’টি কেন্দ্রেরই মনোনয়ন জমা নেওয়া হবে দুই আধিকারিকের চেম্বারে। মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রের কয়েকটি নির্দেশিকাও জারি করা হয়েছে। যেমন, মনোনয়ন জমা দিতে আসার সময় অফিসের ১০০ মিটার দুরে কোনও জমায়েত করা যাবে না। লম্বা কনভয় নিয়েও আসা যাবে না। ৩টি গাড়ি নিয়ে আসতে পারেন প্রার্থী। আর মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে ৪ জনের বেশি থাকতে পারবেন না।

কোন দল কবে মনোনয়ন জমা দেবে, তার প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছে। বামফ্রন্টের তিন প্রার্থী যেমন ১৭ এপ্রিল একই দিনে মনোনয়ন জমা দেবেন। বাম কর্মী-সমর্থকেরা মিছিল করে কালেক্টরেট মোড়ে পৌঁছবেন। সিপিআইয়ের জেলা সম্পাদক তথা ঘাটালের বাম-প্রার্থী সন্তোষ রাণা বলেন, “আমরা ১৭ এপ্রিল মনোনয়ন জমা দেব।” ১৬ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার কথা মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়, কংগ্রেস প্রার্থী বিমল রাজ এবং বিজেপি প্রার্থী প্রভাকর তিওয়ারির। ওই তিন দলে সেই মতোই প্রস্তুতি চলছে। ওই দিন তৃণমূল প্রার্থীকে নিয়ে মেদিনীপুরে রোড শো বা পদযাত্রা হতে পারে। বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিল করে কালেক্টরেট মোড়ে পৌঁছবেন। কংগ্রেসেরও মিছিল হওয়ার কথা। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “সন্ধ্যাদি ১৬ এপ্রিল মনোনয়ন জমা দেবেন।” বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় জানিয়েছেন, ১৬ এপ্রিল মিছিল করে গিয়ে মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী মনোনয়ন জমা দেবেন। জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া বলেন, “মনোনয়ন কবে জমা দেওয়া হবে তা নিয়ে দলীয়স্তরে আলোচনা চলছে। ১৬ এপ্রিল বিমল রাজ মনোনয়ন জমা দিতে পারেন। ১৭ এপ্রিল মানস ভুঁইয়া মনোনয়ন জমা দিতে পারেন।” ঘাটালের বিজেপি প্রার্থী মহম্মদ আলম ২১ এপ্রিল মনোনয়ন জমা দিতে পারেন বলে দলীয় সূত্রে খবর।

পশ্চিম মেদিনীপুর জেলায় এ বার তৃণমূলের দুই প্রার্থীই তারকা। তার মধ্যে একজন আবার টলিউড সুপারস্টার দেব। দেবকে ঘিরে যে আলাদা উন্মাদনা থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সন্ধ্যা রায়কে দেখতেও লোকজন ভিড় জমাবে বলে আশা। কালেক্টরেটে একাধিক দফতর রয়েছে। হাতের কাছে তারকাদের পেয়ে দফতরের কর্মী আধিকারিকদের ভিড় করাটাও অস্বাভাবিক কিছু নয়।

এক প্রশাসনিক কর্তার কথায়, “নজরদারি বাড়াতে হবে, যাতে কেউ এমন ভাবে ভিড় না জমান যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।” তবে এক আধিকারিকের কথায়, “আমরা তো রোড শো বা সভা সমাবেশে যেতে পারব না। চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীরা যদি অফিসে আসেন, তবে কার না দেখতে ইচ্ছা হয়।” ফলে মনোনয়নের দিন কালেক্টরেটে ভিড় সামলানোটা প্রশাসনের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সে জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

lok sabha election west medinipur nomination filed
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy