Advertisement
০৪ মে ২০২৪

আজ মমতার তিনটি সভা, ভাবনা চড়া রোদ

চড়া রোদে হাঁসফাঁস দশা। পারদ ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। এরই মধ্যে আজ, সোমবার জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন প্রার্থীর সমর্থনে তিনটি সভা করবেন তিনি। কেশিয়াড়ি, গড়বেতা এবং কেশপুরে। রোদ চড়া থাকলে ভিড় কী ভাবে হবে, কেউ অসুস্থ হয়ে পড়লেই বা কী হবে রবিবার সভার প্রস্তুতি-পর্বে সে কথাই ভাবাল জেলা তৃণমূল নেতৃত্বকে।

কেশিয়াড়িতে মঞ্চে লাগানো হচ্ছে ক্যামেরা।

কেশিয়াড়িতে মঞ্চে লাগানো হচ্ছে ক্যামেরা।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৪ ০২:৩৫
Share: Save:

চড়া রোদে হাঁসফাঁস দশা। পারদ ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। এরই মধ্যে আজ, সোমবার জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন প্রার্থীর সমর্থনে তিনটি সভা করবেন তিনি। কেশিয়াড়ি, গড়বেতা এবং কেশপুরে। রোদ চড়া থাকলে ভিড় কী ভাবে হবে, কেউ অসুস্থ হয়ে পড়লেই বা কী হবে রবিবার সভার প্রস্তুতি-পর্বে সে কথাই ভাবাল জেলা তৃণমূল নেতৃত্বকে। পরিস্থিতি দেখে দলীয় কর্মীদের ছাতা-টুপি সঙ্গে নিয়ে সভায় যাওয়ার পরামর্শ দিয়েছেন জেলা নেতারা। সঙ্গে জল রাখতেও বলেছেন, পারলে নুন-চিনির জল। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি দীনেন রায় বলেন, “চৈত্রের মাঝমাঝি এই গরম ভাবা যায় না। সোমবার দুপুরে সভা। তাই কর্মীদের জল-ছাতা সঙ্গে রাখতে বলেছি। সভায় যাঁরা আসবেন, তাঁদেরকেও এই কথা জানিয়ে দিতে বলেছি। সঙ্গে জল-ছাতা থাকলে তেমন সমস্যা হবে না।”

আজ, সোমবার থেকেই জেলায় ভোট-প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী। রবিবার দিনভর সভার প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন দলের জেলা সভাপতি। সকালে কেশিয়াড়ি যান দীনেনবাবু। তারপর গড়বেতা এবং কেশপুর। মঞ্চের কাজ কতদূর এগোলো, হেলিপ্যাড তৈরি হল কি না, সেই সব খোঁজখবর নিয়েছেন তৃণমূলের দুই জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ এবং নির্মল ঘোষও। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, গরম উপেক্ষা করেই হাজার হাজার মানুষ নেত্রীর কথা শুনতে আসবেন। তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি বলেন, “শুকনো গরমের দাপটে মানুষ সমস্যায় পড়ছেন। তবু মানুষ আসবেন। আমরা নিশ্চিত, প্রতিটি সভায় ভিড় উপচে পড়বে।”

কেশপুরের সভাস্থলে খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা।

তিন প্রার্থীর সমর্থনে তিনটি সভা করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, শুরুতে সভা হবে কেশিয়াড়িতে। বেলা ১টায়। মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী সন্ধ্যা রায়ের সমর্থনে এই সভা। তারপর ঝাড়গ্রাম কেন্দ্রের প্রার্থী উমা সরেনের সমর্থনে দুপুর দু’টোয় সভা হবে গড়বেতায়। শেষ সভা কেশপুরে, বিকেল তিনটেয় ঘাটাল কেন্দ্রের তারকা প্রার্থী দেবের সমর্থনে। হেলিকপ্টারে জেলায় আসবেন মমতা। সেই মতো তিনটি এলাকাতেই সভাস্থল থেকে এক-দেড় কিলোমিটারের মধ্যে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। কেশপুরের সভা হবে স্থানীয় হাইস্কুল মাঠে। হেলিপ্যাড তৈরি হয়েছে সরুইতে, একটি ক্লাবের মাঠে। সভাস্থল থেকে হেলিপ্যাডের দূরত্ব দেড় কিলোমিটার। কেশপুরের তৃণমূল নেতা চিত্ত গরাই বলেন, “সুষ্ঠু ভাবে যাতে সভা হয়, তার সব ব্যবস্থাই করা হয়েছে।” কেশিয়াড়ির তৃণমূল নেতা জগদীশ দাসেরও বক্তব্য বলেন, “সভাস্থল থেকে এক কিলোমিটার দূরে হেলিপ্যাড করা হয়েছে। আমরা প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই করেছি।”

রাজ্যে পালাবদলের আগে-পরে বহুবার পশ্চিম মেদিনীপুরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গড়বেতা, কেশপুরে যাননি। তৃণমূল সূত্রের খবর, মমতা শেষ গড়বেতায় এসেছিলেন ২০০১ সালে। আর কেশপুরে এসেছিলেন ২০০৬ সালে। জেলা তৃণমূল নেতৃত্ব মনে করছেন, দলনেত্রীকে দেখতে, তাঁর কথা শুনতে সভায় প্রচুর মানুষ ভিড় করবেন। পরিবর্তনের আগে গড়বেতা এবং কেশপুর ছিল সিপিএমের গড়। ২০১১ সালেও গড়বেতা থেকে জেতেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। কেশপুর আসনও যায় সিপিএম প্রার্থী রামেশ্বর দোলুইয়ের কাছে। গত আড়াই বছরে পরিস্থিতির আমূল পাল্টেছে। গড়বেতা, কেশপুর দুই জায়গাতেই এখন তৃণমূলের প্রভাব বেশি। তা-ও সভার ভিড় নিয়ে ভাবনায় রয়েছেন তৃণমূল নেতৃত্ব। সৌজন্যে গরম। জেলা নেতাদের অতীত অভিজ্ঞতাও সুখকর নয়। গত বছর মার্চে বিনপুরে সভা করেন মুখ্যমন্ত্রী। সরকারি এই সভায় লোক বিশেষ হয়নি। যেখানে ২৫ হাজার লোক হতে পারত, সেখানে জমায়েত হয়েছিল ৫ হাজার মানুষের। লোক কম দেখে মুখ্যমন্ত্রী নিজে সভায় বলেছিলেন, “এত রোদে বেলা বারোটায় সভা হয় না। মাথার উপর ছাউনি দিলে ভাল হত। এটা ভুল হয়ে গিয়েছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সে জন্য আর কেউ বক্তৃতা দেব না। আমি বক্তৃতা দিয়ে সভা শেষ করে দেব।”

অতীত থেকে শিক্ষা নিয়ে এ বার তাই তৎপর তৃণমূল নেতৃত্ব। সভাস্থলের সামনের দিকে কিছুটা ছাউনি তৈরি করা হচ্ছে। যাতে সরাসরি রোদটা এড়ানো যায়। জেলা তৃণমূলের এক নেতা বলছিলেন, “জেলা সভাপতি কিছু পরামর্শ দিয়েছেন। আমরাও কর্মীদের সুতির জামা পরতে বলেছি। ছেলেদের টুপি নিতে বলেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে।”

রবিবার ছবি তুলেছেন রামপ্রসাদ সাউ এবং কিংশুক আইচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

medinipur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE