Advertisement
০৭ মে ২০২৪

কাজ পরিদর্শনে জেলাশাসক

কয়েক মাস আগে এগরা মহকুমার প্রশাসনিক ভবনে মহকুমাভিত্তিক উন্নয়নী বৈঠকে উপস্থিত হয়ে মহকুমা, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতগুলির বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য। সেখানে বিভিন্ন প্রকল্পে কাজের গতি শ্লথ বলে আধিকারিকদের দ্রুত কাজগুলি রূপায়ণের নির্দেশও দেন।

তাহালিয়া শোভাময়ী বালিকা বিদ্যালয়ে জেলাশাসক অন্তরা আচার্য। ছবি: কৌশিক মিশ্র।

তাহালিয়া শোভাময়ী বালিকা বিদ্যালয়ে জেলাশাসক অন্তরা আচার্য। ছবি: কৌশিক মিশ্র।

নিজস্ব সংবাদদাতা
এগরা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৫ ০০:১৮
Share: Save:

কয়েক মাস আগে এগরা মহকুমার প্রশাসনিক ভবনে মহকুমাভিত্তিক উন্নয়নী বৈঠকে উপস্থিত হয়ে মহকুমা, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতগুলির বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য। সেখানে বিভিন্ন প্রকল্পে কাজের গতি শ্লথ বলে আধিকারিকদের দ্রুত কাজগুলি রূপায়ণের নির্দেশও দেন। এ বার অসমাপ্ত কাজের গতি খতিয়ে দেখতে পঞ্চায়েত সমিতির উন্নয়নী বৈঠকে হাজির হলেন জেলাশাসক।

বৃহস্পতিবার পটাশপুর ২ এবং এগরা ২ পঞ্চায়েত সমিতির বৈঠকে এসে সমিতির বিভিন্ন কাজ নিয়ে পর্যালোচনা করেন তিনি। বৈঠকে মহকুমাশাসক, কর্মাধ্যক্ষ, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিভিন্ন পঞ্চায়েতের প্রধানেরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসার আগে প্রথমে সকাল ১০টা নাগাদ পটাশপুর ২ ব্লকের ইটাবেড়িয়া রাস্তাটির উপরে নবনির্মিত আড়গোয়াল সেতুর কাজ খতিয়ে দেখেন তিনি। এরপর এলাকার তাহালিয়া শোভাময়ী বালিকা বিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের নানা সমস্যা খতিয়ে দেখেন। মহকুমাশাসককে দ্রুত সমাধানেরও নির্দেশ দেন তিনি। স্কুল নানা সমস্যা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন অন্তরাদেবী।

এরপর পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির প্রাশাসনিক ভবনের সভাগৃহে পঞ্চায়েত সমিতির উন্নয়নী বৈঠকে উপস্থিত হন তিনি। সেখানে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অজয় পাল, মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণাল দাস, বিডিও শুভজিৎ কুণ্ডু, পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ প্রমুখ। বৈঠকে নির্মল বাংলা মিশন, ইন্দিরা আবাস যোজনা, গীতাঞ্জলি প্রকল্পের কাজগুলির উপরে জোর দেন জেলাশাসক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

district magistrate egra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE