Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কোলাঘাটে বিজেপির সভায় জয়

সারদা কেলেঙ্কারি, খাগড়াগড় বিস্ফোরণ-সহ বিভিন্ন প্রসঙ্গে রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনা করে কোলাঘাট শহরে মিছিল করল বিজেপি। রবিবার বিকেলে এই কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির সাংস্কৃতিক কমিটির অন্যতম মুখ তথা গত লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা আসনের বিজেপি প্রার্থী অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক অসীম সরকার, জেলা সভাপতি তপন কর, জেলা সাধারণ সম্পাদক সুকুমার দাস প্রমুখ।

কোলাঘাটে সভায় জয় বন্দোপাধ্যায়।

কোলাঘাটে সভায় জয় বন্দোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৪ ০০:০১
Share: Save:

সারদা কেলেঙ্কারি, খাগড়াগড় বিস্ফোরণ-সহ বিভিন্ন প্রসঙ্গে রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনা করে কোলাঘাট শহরে মিছিল করল বিজেপি। রবিবার বিকেলে এই কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির সাংস্কৃতিক কমিটির অন্যতম মুখ তথা গত লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা আসনের বিজেপি প্রার্থী অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক অসীম সরকার, জেলা সভাপতি তপন কর, জেলা সাধারণ সম্পাদক সুকুমার দাস প্রমুখ।

কোলাঘাট রেলস্টেশন সংলগ্ন মাঠে এ দিন হাজার দু’য়েক বিজেপি সমর্থক জড়ো হয়েছিলেন। বিকেল চারটে নাগাদ সেখান থেকে মিছিল শুরু হয়। প্রায় দু’কিলোমিটার রাস্তা পেরিয়ে খড়িচক সেতুর কাছে মিছিল শেষে হয় সভা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সারদা কেলেঙ্কারি প্রসঙ্গে নাম না করে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে বিঁধে অভিনেতা জয় বলেন, “বীরভূমের সাংসদ একদা আমার প্রতিদ্বন্দ্বী নায়িকা আগে ভাল মেয়ে ছিল। কিন্তু অসৎ সঙ্গে পড়ে টাকা নিয়ে তার মান সম্মান গিয়েছে।” জয় বিঁধতে ছাড়েননি তৃণমূলের ঐর এক তারকা সাংসদ মিঠুন চক্রবর্তীকে। তাঁর কথায়, “শ্রদ্ধেয় মিঠুন চক্রবর্তীও টাকা নিয়েছেন। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। আজ সব প্রকাশ হচ্ছে।” জয় দাবি করেন, তাঁর কাছেও সারদা কর্তা সুদীপ্ত সেন গিয়েছিলেন। সংস্থার হয়ে প্রচারের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি ওই প্রস্তাব প্রত্যখান করেছিলেন। বিজেপি নেতা অসীমবাবুও সারদা কেলেঙ্কারিতে তৃণমূল নেতাদের নাম জড়ানো নিয়ে কটাক্ষ করেন। বর্ধমান বিস্ফোরণ কাণ্ড, ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু, পাড়ুই আক্রান্ত পুলিশ বিভিন্ন প্রসঙ্গে তৃণমূল সরকারের সমালোচনা করেন তিনি। অসীমবাবুর মতে, “গ্রামবাংলায় পুলিশ-প্রশাসন ভেঙে পড়েছে।”

এ দিনে সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন কোলাঘাট ব্লকের প্রাক্তন তৃণমূল নেতা উজ্জ্বল ভট্টাচার্য-সহ কয়েকজন স্থানীয় তৃণমূল নেতা ও বেশ কিছু কর্মী-সমর্থক। বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুকুমার দাসের দাবি, “উজ্জ্বলবাবু ছাড়াও তৃণমূলের চার প্রাক্তন অঞ্চল সভাপতি-সহ অনেকে, পুলশিটা পঞ্চায়েতের নির্দল সদস্য সুমিত্রা প্রামানিক, বৃন্দাবনচক পঞ্চায়েতের সিপিএম সদস্য প্রতিমা বেরাও এ দিন বিজেপিতে যোগ দিয়েছেন।”এ দিন কোলাঘাট শহরের বিদ্যাসাগর মোড়ের কাছে বিজেপি-র ব্লক কার্যালয়ের উদ্বোধনও করেন জয় বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kolaghat bjp tamluk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE