Advertisement
১৯ মে ২০২৪

কন্ডাক্টরকে মারধরের, বর্ষায় দুর্ভোগে যাত্রীরা

বাসের কন্ডাক্টরকে মারধরের জেরে ন’দিন ধরে বাসস্ট্যান্ড পর্যন্ত বাস না ঢোকায় দুর্ভোগে দাঁতনের সোনাকানিয়ার বাইপাটনা বাসস্ট্যান্ডের যাত্রীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৪ জুন থেকে ওই এলাকায় কোনও বাস না ঢোকায় প্রায় এক কিলোমিটার দূরে সোলপাট্টা মোড় পর্যন্ত গিয়ে বাস ধরতে হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৪ ০০:৫০
Share: Save:

বাসের কন্ডাক্টরকে মারধরের জেরে ন’দিন ধরে বাসস্ট্যান্ড পর্যন্ত বাস না ঢোকায় দুর্ভোগে দাঁতনের সোনাকানিয়ার বাইপাটনা বাসস্ট্যান্ডের যাত্রীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৪ জুন থেকে ওই এলাকায় কোনও বাস না ঢোকায় প্রায় এক কিলোমিটার দূরে সোলপাট্টা মোড় পর্যন্ত গিয়ে বাস ধরতে হচ্ছে। এর ফলে বর্ষায় যাত্রীদের হয়রানি বাড়ছে। বাস কন্ডাক্টরকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। তবে অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ও ওই বেহাল রাস্তার সংস্কার না হওয়ায় বাইপাটনা বাসস্ট্যান্ড পর্যন্ত বাস চালাতে রাজি নয় বাস মালিকেরা।

দীর্ঘদিন ধরেই সোলপাট্টা থেকে বাইপাটনা পর্যন্ত রাস্তার বেহাল দশা। ফলে ওই রাস্তায় বাসচালক ও যাত্রীরা বাস চলাচলে সমস্যায় পড়ছেন। তবে এতদিন ওই বেহাল রাস্তা ধরেই যাত্রীদের দাবি মেনে বাস চলছিল। কিন্তু গত মঙ্গলবার রাস্তা জুড়ে কাঁথিগামী একটি বাস চলতে থাকলে ওই বাসের কন্ডাক্টরের সঙ্গে স্থানীয় বাসিন্দা স্থানীয় স্বপন জানা নামে এক ব্যক্তির বচসা বাধে। স্বপনের বিরুদ্ধে থানায় অভিযোগও হয়। এর পর থেকেই বাস চলাচল বন্ধ হয়ে দাঁতন বাসস্ট্যান্ড পর্যন্ত বাস যাচ্ছিল। পরে যাত্রীদের অনুরোধে বাস সোলপাট্টা পর্যন্ত এলেও ওই ঘটনার মীমাংসা বা অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় এখনও বাইপাটনা বাসস্ট্যান্ডে কাঁথি, মেদিনীপুর, ভসরাঘাট রুটের প্রায় ২০টি বাস ঢুকছে না। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

অভিযুক্ত স্বপন জানা সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। গত ২৪ জুন তিনি মোটর সাইকেলে যাওয়ার সময় বাসটি তাঁকে রাস্তা না দেওয়ায় গণ্ডগোল বাধে। কিন্তু তা নিয়ে তৃণমূলও স্বপনকে ক্ষমা প্রার্থনা বা গ্রেফতারের দাবি তুলেছেন। দাঁতনের ব্লক তৃণমূল সভাপতি বিক্রম প্রধান বলেন, “সদ্য বিজেপিতে এসে স্বপন জানা এলাকায় দাদাগিরি করছে। আমরা তাঁকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।” যদিও ব্লক বিজেপি সভাপতি বিবেকানন্দ বিশ্বাস বলেন, “স্বপন জানার বাস মালিককে মারধর ঠিক হয়নি। স্বপন মীমাংসায় যেতে রাজি হয়েছিল। কিন্তু এটা নিয়ে তৃণমূল রাজনৈতিক খেলায় নেমেছে। তৃণমূলের লোকেরা সোলপাট্টায় বাস ঘুরিয়ে দিয়ে গ্রামবাসীদের মধ্যে বিজেপি সম্পর্কে ভুল বার্তা দিতে চাইছে।” যদিও মেদিনীপুর জেলা বাস অপারেটর অ্যাসোসিয়েশন সভাপতি বেনুবিনোদ মাইতি বলেন, “বাইপাটনা বাসস্ট্যান্ডে ঢোকার রাস্তা খারাপ ছিলই। তার মধ্যে একজন বাসের কন্ডাক্টরকে ওই এলাকার একজন দুষ্কৃতী মারধর করায় বাস চালকেরা বাসস্ট্যান্ডে ঢুকতে চাইছে না। কী করা যায় দেখা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

conductor beaten kharagpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE