টিএমসিপি-র গোষ্ঠী সংঘর্ষে জখম হলেন পাঁচ জন ছাত্র। সোমবার দুপুরে তমলুক কলেজের ছাত্র সংসদের কার্যালয়ে সদ্য অপসারিত টিএমসিপি নেতা সৌমেন চক্রবর্তীর অনুগামীদের উপর বিরোধী গোষ্ঠীর সমর্থকরা আক্রমণ চালায় বলে অভিযোগ। এতে সৌমেন অনুগামী পাঁচ সমর্থক আহত হন। তাঁদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সৌমেন চক্রবর্তীর অভিযোগ, দুপুর আড়াইটা সদ্য নিযুক্ত টিএমসিপি ইউনিট আহ্বায়ক শেখ রহমতুল্লার নেতৃত্বে একদল ছাত্র সংসদ অফিসের ভিতরে বিরোধী গোষ্ঠীর সমর্থকদের মারধর করে বের করে দেয়। যদিও ওই আক্রমণের অভিযোগ অস্বীকার করে শেখ রহমতুল্লা বলেন, ‘‘ছাত্র সংসদের অফিসের মধ্যে চেয়ারে বসা নিয়ে সামান্য একটা বচসা হয়েছিল। কাউকে মারধর করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ আহত হয়েছে বলেও আমার জানা নেই।’’