সহবাসের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক শিক্ষককে। পটাশপুরের মকরামপুর গ্রামের ঘটনা। ধৃতের নাম সুব্রত প্রধান। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গৃহ শিক্ষকতার সূত্রে ২০১৩ সালে এক কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। চলতি বছরেই বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু ওই কিশোরীর পরিবার রাজি না হওয়ায়, সহবাসের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। মাস খানেক আগে সত্যিই সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেন বলে শনিবার থানায় অভিযোগ করেছেন ওই কিশোরী। চকশ্রীকৃষ্ণ গ্রাম থেকে সুব্রতকে ধরা হয়। রবিবার আদালতে তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।