Advertisement
১৮ মে ২০২৪

গরম উপেক্ষা করেই চলছে প্রচার

শিয়রে ভোট। তাই প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই জোরকদমে প্রচারে সামিল ডান-বাম সব পক্ষই। রবিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত হলদিয়ার সুতাহাটা বাজারে পদযাত্রা করেন তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী।

ধারিন্দায় প্রচারে শুভেন্দু অধিকারী। ছবি: পার্থপ্রতিম দাস।

ধারিন্দায় প্রচারে শুভেন্দু অধিকারী। ছবি: পার্থপ্রতিম দাস।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৪ ০২:৩৪
Share: Save:

শিয়রে ভোট। তাই প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই জোরকদমে প্রচারে সামিল ডান-বাম সব পক্ষই।

রবিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত হলদিয়ার সুতাহাটা বাজারে পদযাত্রা করেন তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী। এ দিন ছিল সুতাহাটা বাজারের হাটবার। তাই অন্য দিনের তুলনায় বাজারে ভিড়ও ছিল অনেক বেশি। এ দিন পদযাত্রার ফাঁকে বাজারের দোকানদার, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন শুভেন্দুবাবু। প্রচারে তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক তুষার মণ্ডল, প্রাক্তন জেলা পরিষদ সদস্য আনন্দময় অধিকারী প্রমুখ।

এরপর নন্দীগ্রাম ২ ব্লকের খোদামবাড়ি এলাকার কৃষ্ণনগরে সভা করেন শুভেন্দুবাবু। বিকেলে তমলুক শহরে ও কোলাঘাটের গোপালনগর অঞ্চলে সভা করেন তিনি। অন্য দিকে, তমলুক লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আনোয়ার আলি এ দিন সকালে কোলাঘাটের দেউলিয়া বাজার থেকে পুলশিটা, চাপদা হয়ে খন্যাডিহি পর্যন্ত সাইকেল মিছিল করে প্রচার চালান। বিকেলে তমলুকের শ্রীরামপুরে কর্মিসভা করেন কংগ্রেস প্রার্থী।

এ দিন সকালে তমলুক কেন্দ্রের সিপিএম প্রার্থী ইব্রাহিম আলি কোলাঘাট ব্লকের সাগরবাড় ও বিকেলে দেড়িয়াচক এলাকায় প্রচার চালান। সকালে সাগরবাড় এলাকার ফরিদবহলা, নইলা, সারদাবসান, আমিরচক এলাকায় কর্মিসভা করেন ইব্রাহিম। দুপুরে হলদিচক গ্রামে সিপিএম প্রার্থীর সমর্থনে মিছিল হয়। বিকেলে দেড়িয়াচক এলাকার জফুলি, হীরাপুর, দেড়িয়াচক গ্রামে কর্মিসভা করে প্রচার চালান সিপিএম প্রার্থী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

election campaign tamluk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE