কাজে যোগ দেওয়ার এক মাসের মধ্যেই ইস্তফা দিলেন ঘাটাল কলেজের অধ্যক্ষ চন্দনকুমার দে। ইস্তফাপত্রে চন্দনবাবু জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণেই তাঁর এই সিদ্ধান্ত। এ নিয়ে সাংবাদিকদের কাছে মুখও খোলেননি তিনি। এই পরিস্থিতিতে তাঁর ইস্তফার কারণ নিয়ে শুরু হয়েছে জল্পনা।
গত ২৫ জুলাই ঘাটাল কলেজে অধ্যক্ষের দায়িত্ব পান চন্দনবাবু। এর আগে তিনি বাগনান কলেজের পদার্থবিদ্যার বিভাগীয় প্রধান ছিলেন। কলেজ সূত্রে খবর, দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা বিষয়ে তৃণমূলের পরিচালন সমিতির সঙ্গে তাঁর বিরোধ চলছিল। তবে তার জেরেই চন্দনবাবুর ইস্তফা কি না তা স্পষ্টভাবে জানা যায়নি। চন্দনবাবুর আগে ঘাটাল কলেজের টিচার ইন চার্জের পদে ছিলেন লক্ষ্মীকান্ত রায়। সেই সময় অমিত রায় নামে কলেজের এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছিল টিএমসিপির বিরুদ্ধে। পুরভোটের সময় লক্ষ্মীকান্তবাবু ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরও নির্বাচিত হন।
এর মধ্যেই কলেজের অধ্যক্ষ হিসেবে আসেন চন্দনবাবু। আর চন্দনবাবুর পর ফের অধ্যক্ষ পদে ফিরছেন সেই লক্ষ্মীকান্তবাবুই। আর তাই নিয়েই ঘাটালে জল্পনা তুঙ্গে।