Advertisement
E-Paper

ঘাটালে জোর প্রচার সন্তোষ-মানসের

মাঝে শুধু মঙ্গলবার। পরশু, বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা করতে ঘাটালে আসছেন। তার আগেই ঘাটাল বিধানসভা এলাকায় চষে বেড়ালেন এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া, বামপ্রার্থী সন্তোষ রাণা। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত কর্মিসভা, রোড-শো করে প্রচার সারেন দুই প্রার্থী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৪ ০১:২৪
ঘাটালের পথে বামপ্রার্থীর মিছিল।

ঘাটালের পথে বামপ্রার্থীর মিছিল।

মাঝে শুধু মঙ্গলবার। পরশু, বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা করতে ঘাটালে আসছেন। তার আগেই ঘাটাল বিধানসভা এলাকায় চষে বেড়ালেন এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া, বামপ্রার্থী সন্তোষ রাণা। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত কর্মিসভা, রোড-শো করে প্রচার সারেন দুই প্রার্থী।

ঘাটালের কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া শনিবার সকালে জোরদার প্রচার করলেন নিজের নির্বাচনী এলাকায়। গাড়িতে চড়ে, কখনও পায়ে হেঁটে আবার কখনও রোড-শো করে প্রচার সারলেন তিনি। শহর জুড়ে প্রচার সেরে কংগ্রেস প্রার্থী দোকান-বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথাবার্তা বলেন। তাঁদের সমস্যার কথা জানতে চান। পরে যান বিধানসভা এলাকার প্রত্যন্ত গ্রামে। জেলার সীমান্ত তথা হুগলির লাগোয়া বালিডাঙা, খাসবাড়, গঙ্গাপ্রসাদ, সোয়াই, ঘোড়ুইঘাট, মনসুকা-সহ প্রায় ৪০টি গ্রামে এ দিন চষে বেড়ান মানসবাবু। ঘাটাল শহরের আলামগঞ্জ, মনসুকা ও খাসবাড়ে জনসভাও করেন। কংগ্রেস প্রার্থীকে প্রচারে দেখে অনেকেই রাস্তায় ভিড় জমান। কেউ অটোগ্রাফ নেন। মানসবাবুকে কাছে পেয়ে আপ্লুত সাধারণ মানুষ। সোমবার ঘাটালে প্রচার করেন তিনি। মঙ্গলবার দাসপুরে প্রচারের কথা কংগ্রেস প্রার্থীর।

এ দিন সকাল থেকেই খোশ মেজাজেই ছিলেন প্রাক্তন এই মন্ত্রী। তিনি বলেন, “বহুদিন ধরে রাজনীতি করি। ঘাটাল-সহ গোটা জেলাবাসী আমাকে নানা অভাব অভিযোগের কথা জানান। আপনারা আশির্বাদ করলে মূল সমস্যার বেশির ভাগটাই সমাধান করব। এটা আমার নির্বাচনী প্রতিশ্রুতি।”

ঘাটালের পথে জনসংযোগ কংগ্রেস প্রার্থীর।

অন্য দিকে, নেতা বদল নয়, নীতির বদলের দাবিতে পিংলা বিধানসভা এলাকায় রবিবার প্রচার চালালেন সন্তোষবাবু। এ দিন সকালে খড়্গপুর ২ ব্লকের চাঙ্গুয়াল থেকে বেনাপুর পর্যন্ত পদযাত্রা করে বামেরা। ৬ কিলোমিটার পদযাত্রার নেতৃত্বে ঘাটালের প্রার্থী ছাড়াও ছিলেন সন্তোষ রাণা, পিংলার সিপিএম বিধায়ক প্রবোধচন্দ্র সিংহ, সিপিএম জোনাল সম্পাদক কামের আলি প্রমুখ। একটি পথসভাও হয় বেনাপুর এলাকায়।

বামপ্রার্থী সন্তোষ রাণাও শনিবার সকাল থেকেই ঘাটাল বিধানসভা এলাকায় প্রচার সারেন। প্রথমেই কুঠিঘাট, কামরডাঙা, মোহনপুর, দেওয়ানচক-সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রায় গোটা তিরিশেক গ্রামে ঘুরে জনসভা, মিছিল, পথসভা ও রোড-শো করেন। বিকালে ঘাটাল শহরে মিছিল করেন। শহরের মিছিলে ভিড় দেখে প্রার্থী বলেন, “শহরের মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিল। মিছিলই বলে দিচ্ছে বামফ্রন্টের বিকল্প কেউ নেই। মানুষ সবই বোঝেন।” উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল ঘাটাল শহরে বামপ্রার্থীর সমর্থনে জনসভা করার কথা সূযর্কান্ত মিশ্র।

এ দিকে, বুধবার ঘাটাল শহরে দলনেত্রীর জনসভা সফল করতেই ব্যস্ত তৃণমূল শিবির। মাইকিং থেকে ছোটখাটো সভা করে মুখ্যমন্ত্রীর সভায় আসার আর্জি জানাচ্ছেন দলীয় কর্মীরা। সঙ্গে দলীয় প্রার্থী দেবের প্রচারও করছেন কর্মী-সমর্থকেরা।

সব দলের প্রচারে সরগরম ঘাটাল। চূড়ান্ত তৎপর পুলিশও।

manas bhunia ghatal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy