Advertisement
০৮ মে ২০২৪

ঘরছাড়াদের ফেরাতে পুলিশকে আর্জি বামেদের

দিন কয়েক আগে জেলাশাসক জগদীশপ্রসাদ মিনার কাছে ডেপুটেশন দিয়েছে বামেরা। এ বার বেশ কিছু দাবি নিয়ে জেলা পুলিশ সুপার ভারতী ঘোষের দ্বারস্থ হল তারা। রবিবার সন্ধ্যায় জেলা বামফ্রন্টের এক প্রতিনিধি দল ভারতীদেবীর সঙ্গে দেখা করে। এই দলে ছিলেন সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্য হরেকৃষ্ণ সামন্ত ও সুভাষ দে, মেদিনীপুরের প্রাক্তন সাংসদ সিপিআইয়ের প্রবোধ পণ্ডা, সিপিআইয়ের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তপন গঙ্গোপাধ্যায়, আরএসপির জেলা সম্পাদক শক্তি ভট্টাচার্য প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ৩০ জুন ২০১৪ ০২:৩৩
Share: Save:

দিন কয়েক আগে জেলাশাসক জগদীশপ্রসাদ মিনার কাছে ডেপুটেশন দিয়েছে বামেরা। এ বার বেশ কিছু দাবি নিয়ে জেলা পুলিশ সুপার ভারতী ঘোষের দ্বারস্থ হল তারা। রবিবার সন্ধ্যায় জেলা বামফ্রন্টের এক প্রতিনিধি দল ভারতীদেবীর সঙ্গে দেখা করে। এই দলে ছিলেন সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্য হরেকৃষ্ণ সামন্ত ও সুভাষ দে, মেদিনীপুরের প্রাক্তন সাংসদ সিপিআইয়ের প্রবোধ পণ্ডা, সিপিআইয়ের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তপন গঙ্গোপাধ্যায়, আরএসপির জেলা সম্পাদক শক্তি ভট্টাচার্য প্রমুখ। মিনিক কুড়ি ধরে জেলা পুলিশ সুপারের সঙ্গে বাম- প্রতিনিধি দলের কথা হয়। পরে আরএসপির জেলা সম্পাদক শক্তিবাবু বলেন, “জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলে আমরা সন্তুষ্ট। উনি আমাদের কথাগুলো শুনেছেন। কিছু কথা ডায়েরিতে নোটও করেন। আশা করি, আমাদের দাবিগুলো খতিয়ে দেখে উনি প্রয়োজনীয় পদক্ষেপই করবেন।”

অশান্তি এড়াতে ব্লকস্তরে সর্বদলীয় বৈঠক ডাকারও দাবি জানিয়েছে বামেরা। বস্তুত, এই একই দাবি জেলাশাসকের কাছেও জানিয়েছিল তারা। বাম- নেতৃত্বের বক্তব্য, মাস খানেক আগে লোকসভার ফল বেরিয়েছে। অথচ, এখনও জেলার বিভিন্ন এলাকায় অশান্তি চলছে। তৃণমূলের লোকজনই গোলমাল করছে। এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক হলেই পরিস্থিতির উন্নতি হতে পারে। বাম নেতৃত্বে এদিন জেলা পুলিশ সুপারকে জানান, ইতিমধ্যে দলের বেশ কিছু অফিস তৃণমূলের লোকেরা দখল করেছে। বহু কর্মী- সমর্থকের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকী, কর্মী- সমর্থকদের কাছে জোর করে টাকাও আদায় করা হচ্ছে। ঘরছাড়াদের নামের একটি তালিকাও বাম নেতৃত্ব জমা দেন। ঘরছাড়া বাম কর্মী- সমর্থকদের দ্রুত ঘরে ফেরানোর দাবি জানান। পাশাপাশি নেতৃত্ব অভিযোগ করেন, লোকসভা ভোটের পর থেকে চারজন কর্মী- সমর্থক খুন হয়েছেন। মারধর- লুঠপাট চলছেই। বাম কর্মী- সমর্থকেরাই আক্রান্ত হচ্ছেন। অথচ, পুলিশ আক্রান্তদের নামেই মিথ্যে মামলা করছে। ভারতীদেবী অবশ্য বাম- প্রতিনিধি দলকে জানিয়ে দেন, নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ মামলা রুজু করে। সিপিআইয়ের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তপনবাবু বলেন, “আমরা আমাদের বক্তব্য জেলা পুলিশ সুপারকে লিখিত ভাবেও জানিয়েছি। উনি আমাদের সব কথাই শুনেছেন। সব ব্লকে শান্তি কমিটি হলে ভালই হবে। গোলমালের ঘটনা কমবে। মানুষ শান্তিতে থাকুক, এটাই আমরা চাই। আশা করি, জেলা পুলিশ সুপার দাবিগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। উনি সেই আশ্বাসও দিয়েছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cpm homeless people application to police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE