স্কুল-কলেজের ছাত্রীদের নিয়ে কেরিয়ার কাউন্সেলিং-এর আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। কন্যাশ্রী প্রকল্পে উপকৃত জেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় শতাধিক ছাত্রীদের নিয়ে শনিবার তমলুকে জেলা প্রশাসনিক অফিসের সভাকক্ষে এই উপলক্ষে একটি আলোচনা সভা হয়। মূলত পুলিশের চাকরিতে মেয়েদের উৎসাহ দিতেই এই আয়োজন। পাশাপাশি পুলিশি চাকরির বিভিন্ন পরীক্ষা প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। সভায় ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য, অতিরিক্ত জেলা শাসক (ট্রেজারি) প্রশান্ত অধিকারী, জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া, ডেপুটি পুলিশ সুপার (সদর) এম এম হাসান, জেলা পরিষদের নারী-শিশু উন্নয়ন কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য প্রমুখ। জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া বলেন, ‘‘বর্তমান রাজ্য সরকার পুলিশের চাকরিতে মহিলাদের যোগ বাড়াতে উদ্যোগী হয়েছে। এজন্য রাজ্যে পুলিশ কর্মী-আধিকারিক পদে নিয়োগের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্কুল-কলেজে পড়ার সময় থেকেই পুলিশের চাকরিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করতে হবে।’’