কোলাঘাট শহরে সুইমিংপুলের জলে ডুবে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র শুভ্রদীপ প্রধানের মৃত্যুর ঘটনায় পুলিশ সোমবার তাঁর বন্ধু সহ তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন তাঁর বন্ধু ভাস্কর গঙ্গোপাধ্যায়, জেঠতুতো দাদা অভিরাজ গঙ্গোপাধ্যায়, জেঠু বিপ্লব গঙ্গোপাধ্যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেচেদার শান্তিপুর গ্রামের বাসিন্দা শুভ্রদীপ কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষে পড়তেন। তাঁর হাইস্কুলের বন্ধু কোলাঘাট শহরের পাইকপাড়ি এলাকার বাসিন্দা ভাস্কর গঙ্গোপাধ্যায় বারাসতের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন। বন্ধুর জন্মদিন পালন করার জন্য নিমন্ত্রণ পেয়ে রবিবার সকালে শুভ্রদীপ বাড়ি থেকে বেরিয়ে ভাস্করের বাড়িতে গিয়েছিলেন। এ দিন দুপুরে শুভ্রদীপ, ভাস্কর, তাঁর জেঠু বিপ্লব ও জেঠতুতো দাদা অভিরাজ সহ কয়েকজন মিলে কোলাঘাট বিডিও অফিস সংলগ্ন সুইমিং পুলে স্নান করতে গিয়েছিলেন। পুলের জলে সাঁতার কাঁটার সময় শুভ্রদীপ তলিয়ে যান বলে জানান ভাস্কর।
স্থানীয় বাসিন্দারা শুভ্রদীপকে উদ্ধার করে। তাঁকে কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। শুভ্রদীপের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের লোকজন শুভ্রদীপকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তোলেন। রবিবার রাতে শুভ্রদীপের কাকা শুভেন্দু প্রধান ভাস্কর-সহ তিন জনের বিরুদ্ধে কোলাঘাট থানায় খুনের অভিযোগ দায়ের করেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ছাত্রের মৃতদেহের মাথার দুই জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পেটের ভিতরে জলও ছিল না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রের বন্ধু ভাস্কর, তাঁর জেঠু বিপ্লব গঙ্গোপাধ্যায়, জেঠতুতো দাদা অভিরাজকে গ্রেফতার করা হয়েছে।