পূর্বে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি
পূর্ব মেদিনীপুর জেলা আন্ত:মহাবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০১৪ শুরু হল সোমবার। এ দিন সকালে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে রাজ্য সরকারের উচ্চশিক্ষা অধিকরণের সহায়তায় এবং কাঁথি প্রভাতকুমার কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল। এ দিন প্রতিযোগিতার পুতাগ্নি প্রজ্জ্বলন করেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগিতার স্মারক পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন বিধায়ক বনশ্রী মাইতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাঁথি প্রভাত কুমার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিত দে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন। তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতায় জেলার ১৬টি মহাবিদ্যালয়ের ৩০০ জন প্রতিযোগী ১০টি বিভাগে অংশগ্রহণ করবে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ দিন বিভিন্ন অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ, মঙ্গলবার ফুটবল ও বুধবার শেষদিনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নতুন ভবন বার অ্যাসোসিয়েশনের
নিজস্ব সংবাদদাতা • তমলুক
পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পুনর্নির্মিত ভবন ও ডিস্ট্রিক্ট সিভিল বার অ্যাসাসিয়েশনের শতবর্ষ ভবনের দ্বারোদ্ঘাটন হল সোমবার। এ দিন তমলুকে জেলা আদালত সংলগ্ন ওই দুই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের ভবন সংস্কার সহ পুনর্নির্মাণের জন্য ২৫ লক্ষ টাকা ও ডিস্ট্রিক্ট সিভিল বার অ্যাসোসিয়েশনের শতবর্ষ ভবন নির্মাণের জন্য ২৫ লক্ষ টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে শুভেন্দুবাবু বলেন, “ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সাথে তমলুক আদালতের ইতিহাস জড়িত। আর শতবর্ষ প্রাচীন এই আদালতের সঙ্গে আইনজীবীদের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই নবগঠিত পূর্ব মেদিনীপুর জেলা আদালত ভবন তৈরির জন্য আইনজীবীদের দাবি মেনে এখানে জেলা আদালত ভবন তৈরির জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল। রাজ্য সরকারের সহায়তায় জেলা আদালত ভবন তৈরির কাজ চলছে।”
শিক্ষক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • এগরা
তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কাঁথি পশ্চিম চক্রের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এ দিন কাঁথি ১ ব্লকের কঁচুড়ি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনে চক্রের ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুশো জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। সম্মেলনে দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী শিক্ষকদের আরও দায়িত্বশীল ও যত্নবান হওয়ার জন্য আবেদন জানান। তিনি বলেন, “বিগত বাম জমানায় রাজ্যের শিক্ষাক্ষেত্রগুলি রাজনীতির আখড়ায় পরিণত হয়েছিল। বতর্মানে শিক্ষাক্ষেত্রগুলিকে রাজনীতি মুক্ত করা সম্ভব হয়েছে। তার সঙ্গে শিক্ষাক্ষেত্রগুলির পরিকাঠামোর উন্নতি সাধন ও পঠনপাঠনেরও মানোন্নয়ন ঘটেছে।”
দেনান-দেহাটি খাল সংস্কার শুরু শীঘ্রই
নিজস্ব সংবাদদাতা • তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের জল নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য দেনান-দেহাটি খাল সংস্কার কাজ শীঘ্রই শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ওই নিকাশি খাল সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়ার কাঁসাই নদী থেকে কোলাঘাট শহরে রূপনারায়ণ নদী পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ দেহাটি খালের ধুলিয়াড়া থেকে কোলাঘাট শহর পর্যন্ত ১৬ কিলোমিটার অংশের সংস্কারের কাজ হবে। এছাড়াও কোলাঘাটের বরদাবাড়ে দেহাটি খাল থেকে দেনানে রূপনারায়ণ নদী পর্যন্ত ৭.৩ কিলোমিটার দীর্ঘ দেনান খালও সংস্কার হবে। এজন্য সেচ দফতর মোট ২ কোটি ৭১ লক্ষ ৪২ হাজার টাকা বরাদ্দ করেছে। সোমবার কোলাঘাট পঞ্চায়েত সমিতির অফিসে ওই খাল সংস্কার কাজের বিষয়ে জেলা সেচ দফতরের আধিকারিক, ব্লক প্রশাসন, সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত প্রধানদের নিয়ে প্রস্তুতি বৈঠক হয়। ওই বৈঠকে সংস্কারের কাজের জন্য জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সাহায্য পেতে পদক্ষেপ নেওয়া হবে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশিক্ষণ কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • তমলুক
তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন হল সোমবার। এ দিন বিকেলে তমলুক শহরের পার্বতীপুর এলাকায় সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দ অর্থে নির্মিত প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ওই কেন্দ্রের ভবন নির্মাণের জন্য ২৫ লক্ষ টাকা দেওয়া হয়। ছিলেন তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী সত্যাত্মানন্দ, স্বামী গঙ্গাধরনন্দ।
সিএবির ক্রিকেটে চ্যাম্পিয়ন পশ্চিম
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
জঙ্গলমহলের তিন জেলাকে নিয়ে অনুষ্ঠিত সিনিয়র আন্তঃজেলা সিএবি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল পশ্চিম মেদিনীপুর। গত শুক্রবার মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। শেষ হয়েছে রবিবার। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহলের এই তিন জেলার দল এই প্রতিযোগিতায় যোগ দেয়। ফাইনালে ওঠে পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর। প্রথমে ব্যাট করে ৪১.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৪ রান করে পুরুলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৩৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পশ্চিম মেদিনীপুর। ম্যান অফ দ্য ম্যাচ হন হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সুমন রাও। মেদিনীপুরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জয়ের সুবাদে আগামী বৃহস্পতিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলা আন্তঃজোনাল সিএবি টুর্নামেন্টে যোগ দেবে পশ্চিম মেদিনীপুরের ক্রিকেট দল।
শিক্ষক সম্মেলন
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ৪০তম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। মেদিনীপুর শহরের লোধা স্মৃতি ভবনে সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু, টাউন স্কুলের (বালক) প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সদস্য মধুসূদন গাঁতাইত প্রমুখ। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী জানান, প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। আগামী দিনে ওই সব দাবিদাওয়া সামনে রেখে আন্দোলনও হবে।
বন্দিদের ক্রীড়া
মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। দেড়শোরও বেশি বন্দি প্রতিযোগিতায় যোগদান করেন। কেউ সাজাপ্রাপ্ত। কেউ বা বিচারাধীন। পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক ইভেন্ট ছিল। যেমন দৌড়, জাম্প, দড়ি টানাটানি, সূচে সুতো গলানো, পাসিং দ্য বল প্রভৃতি। প্রতিযোগিতা ঘিরে বন্দিদের মধ্যে উৎসাহও দেখা দেয়। সফল প্রতিযোগিদের ওই দিনই পুরস্কৃত করা হয়। পুরস্কারের তালিকায় ছিল স্টিলের থালা, বাটি, টিফিন কৌটো প্রভৃতি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন জেল সুপার খগেন্দ্রনাথ বীর, ওয়েলফেয়ার অফিসার মহুয়া বাগচি মিত্র প্রমুখ।
রেলশহরে হেমাকে সংবর্ধনা তৃণমূলের
রেলনগরীতে সংবর্ধনা দেওয়া হল সদ্য তৃণমূলে ফেরা হেমা চৌবেকে। সোমবার সন্ধ্যায় খড়্গপুর রেল হাসপাতাল সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে সভা করে প্রাক্তন সিপিআই সাংসদ নারায়ণ চৌবের পুত্রবধ হেমাকে সংবর্ধনা দেওয়া হয়। সম্প্রতি মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রীর পদ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হেমা। গত ৮ ফেব্রুয়ারি কলকাতায় ‘তৃণমূল ভবনে’ দলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দেন। এ দিন সংবর্ধনা সভার মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শশাঙ্ক পাত্র, খড়্গপুরের প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূলের জেলা কোর কমিটির নেতা জহরলাল পাল প্রমুখ। হেমাকে রাজ্যের নির্দেশে জেলা কোর কমিটির সদস্য করা হয়েছে বলে এ দিন ঘোষণা করেন তৃণমূল নেতৃত্ব। শশাঙ্ক পাত্র বলেন, “ঘরের মেয়ে ঘরে ফেরায় রেলনগরী-সহ গোটা জেলায় তৃণমূল আরও শক্তিশালী হল। আমরা একসঙ্গে লড়াই করে লোকসভা ও রেলশহরের পুর-নির্বাচনে আরও ভাল ফল করব।”
দুর্ঘটনায় মৃত্যু
সোমবার সকালে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল মেদিনীপুর কোতয়ালি থানার বাগডুবিতে। মৃতের নাম অমিত চালক (২৫)। বাড়ি মেদিনীপুর সদর ব্লকের এলাবনিতে। স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল ১০টা নাগাদ অমিত মোটর বাইকে মেদিনীপুরের দিকে আসছিলেন। আর মেদিনীপুরের দিক থেকে একটি বেসরকারি বাস ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল। বাগডুবির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটি বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান অমিত। বাসটিও গাছে গিয়ে ধাক্কা মারে। সামান্য জখম হন কয়েকজন যাত্রী।
ক্রীড়া সরঞ্জাম বিলি
কয়েকটি স্কুল এবং খেলোয়াড়দের ক্রীড়া সরঞ্জাম দেওয়া হল সোমবার। বিকেলে মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে এই অনুষ্ঠানে ছিলেন যুব কল্যাণ দফতরের জেলা আধিকারিক সত্যব্রত হালদার। রাজ্য স্পোটর্স কাউন্সিলের উদ্যোগে মেদিনীপুরে অ্যাথলেটিক্স এবং শালবনিতে ফুটবলের প্রশিক্ষণ শিবিরের জন্যও আর্থিক অনুদান দেওয়া হয়।
ছাদ থেকে পড়ে মৃত
বহুতলের ছাদ থেকে পড়ে মারা গেলেন এক ব্যক্তি। মৃতের নাম শম্ভু গিরি (৪৮)। বাড়ি মেদিনীপুর হাতারমাঠে। সোমবার দুপুরে পঞ্চুরচকে বহুতলের ছাদে উঠে তিনি আচমকাই পড়ে যান। পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়।