Advertisement
০৩ মে ২০২৪

দিনেদুপুরে ছিনতাই ৩ লক্ষ, শহরে চাঞ্চল্য

ফের প্রকাশ্য দিবালোকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল মেদিনীপুর শহরে। এ বার রবীন্দ্রনগরে। ঘটনাস্থলের অদূরে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়ের নির্বাচনী কার্যালয় রয়েছে। এই এলাকায় পুলিশি নজরদারিও থাকে। সেই নজরদারির মধ্যেই কী ভাবে দুষ্কৃৃতীরা টাকা ছিনতাই করে নিয়ে চম্পট দিল, সেই প্রশ্ন উঠছে। ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৭ মে ২০১৪ ০২:০৪
Share: Save:

ফের প্রকাশ্য দিবালোকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল মেদিনীপুর শহরে। এ বার রবীন্দ্রনগরে। ঘটনাস্থলের অদূরে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়ের নির্বাচনী কার্যালয় রয়েছে। এই এলাকায় পুলিশি নজরদারিও থাকে। সেই নজরদারির মধ্যেই কী ভাবে দুষ্কৃৃতীরা টাকা ছিনতাই করে নিয়ে চম্পট দিল, সেই প্রশ্ন উঠছে। ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ভুঁইয়াপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শেফালি সাহা মঙ্গলবার দুপুরে শহরের এলআইসি মোড়ে এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে এসেছিলেন টাকা তুলতে। সঙ্গে ছিলেন প্রশান্ত রাণা নামে তাঁরই পরিচিত এক যুবক। শেফালিদেবী ৩ লক্ষ টাকা তুলে একটি ব্যাগে রাখেন। পরে ব্যাগটি প্রশান্তকে দেন। এই যুবক ব্যাগটি নিজের কাঁধে ঝুলিয়ে নেন। পরে শেফালিদেবীকে সঙ্গে নিয়ে প্রশান্ত ব্যাঙ্ক থেকে বেরোন। তখনও সওয়া একটা হবে। ব্যাঙ্ক থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দেন মহিলা। এলআইসি মোড় ছেড়ে রবীন্দ্রনগরে ঢোকার পরই দুই যুবক বাইকে চেপে এসে প্রশান্তর কাঁধে থাকা ব্যাগে টেনে নিয়ে পালায়। কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা।

তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়ের নির্বাচনী কার্যালয় এসে নেতাদের সঙ্গে দেখা করে ঘটনার কথা জানান। কার্যালয়ে তখন ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, শহর সভাপতি আশিস চক্রবর্তী প্রমুখ। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। শেফালিদেবী বলছিলেন, “আচমকাই বাইকে করে দু’জন আসে। ব্যাগটা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগের মধ্যে ৩ লক্ষ টাকা ছিল।” প্রশান্ত বলেন, “ব্যাগটা ছিনিয়ে নিয়েই দু’জন দ্রুত গতিতে বাইকে করে বেরিয়ে যায়। পিছু ধাওয়া করেও নাগাল পাইনি।” পুলিশ জানিয়েছে, তদন্তে সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কোনও বড় দুষ্টচক্রের যোগ রয়েছে কি না, তাও দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rabindranagar snatch
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE