পানচাষের লাভজনক পথ খুঁজেতে আলোচনাসভার আয়োজন হল মোহনপুর বৈতা হাইস্কুলের উদ্যোগে। এ দিন মোহনপুর, এগরা ও দাঁতন ব্লকের মোট ১২৫জন পানচাষি ওই সভায় যোগ করেন। ছিলেন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন বাসুদেব দাশগুপ্ত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জগতপতি তা, বর্ধমান রাজ কলেজের শিক্ষিকা নিরুপমা ভট্টাচার্য, ওয়ার্ড সায়েন্স কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিত্তরঞ্জন সিংহ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদীপ পাত্র প্রমুখ। চাষিদের পোকা মারায় বাজার চলতি কিটনাশক ব্যবহারে নিষেধ করা হয়েছে।