Advertisement
০৪ জুন ২০২৪

ফের ছত্রধরের প্যারোলের আবেদন মঞ্জুর

প্রয়াত বাবার পারলৌকিক কাজে যোগ দেওয়ার জন্য জনগণের কমিটির জেলবন্দি নেতা ছত্রধর মাহাতোর দু’দিন প্যারোলের আবেদন মঞ্জুর করল ঝাড়গ্রাম দ্বিতীয় এসিজেএম আদালত। বুধবার ছত্রধরের আইনজীবী কৌশিক সিংহ ঝাড়গ্রাম দ্বিতীয় এসিজেএম আদালতে তাঁর মক্কেলের প্যারোলে মুক্তির আবেদন করেন।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১২ মার্চ ২০১৫ ০০:১২
Share: Save:

প্রয়াত বাবার পারলৌকিক কাজে যোগ দেওয়ার জন্য জনগণের কমিটির জেলবন্দি নেতা ছত্রধর মাহাতোর দু’দিন প্যারোলের আবেদন মঞ্জুর করল ঝাড়গ্রাম দ্বিতীয় এসিজেএম আদালত। বুধবার ছত্রধরের আইনজীবী কৌশিক সিংহ ঝাড়গ্রাম দ্বিতীয় এসিজেএম আদালতে তাঁর মক্কেলের প্যারোলে মুক্তির আবেদন করেন।

কৌশিকবাবু এ দিন আদালতে ছত্রধরের বাবা প্রয়াত আশুতোষ মাহাতোর শ্রাদ্ধের কার্ড দাখিল করে জানান, আগামী ১৬ মার্চ ঘাট ও ক্ষৌরকর্ম এবং ১৭ মার্চ শ্রাদ্ধানুষ্ঠান। ওই দু’টি দিনে বাবার পারলৌকিক ক্রিয়ায় যাতে ছত্রধর যোগ দিতে পারেন, সে জন্য আবেদন জানান কৌশিকবাবু। ছত্রধরকেও এ দিন আদালতে হাজির করানো হয়। বিচারক টি কে প্রধান আবেদন মঞ্জুর করেন। আদালতের নির্দেশে কড়া পুলিশি প্রহরায় আগামী ১৬ মার্চ ও ১৭ মার্চ লালগড়ের আমলিয়া গ্রামে বাবার পারলৌকিক কাজে যোগ দিতে পারবেন ছত্রধর। কৌশিকবাবু জানান, ১৬ তারিখ সকালে ছত্রধরকে আমলিয়া গ্রামে ঘাট ও ক্ষৌরকর্মের অনুষ্ঠানে হাজির করার জন্য আলিপুর সেন্ট্রাল জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারক। কাজ শেষ হওয়ার পরে ওই দিনই ছত্রধরকে আলিপুর সেন্ট্রাল জেরে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ১৭ তারিখে শ্রাদ্ধের দিনেও ফের আলিপুর সেন্ট্রাল জেল থেকে ছত্রধরকে আমলিয়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এবং শ্রাদ্ধানুষ্ঠান শেষে সেই দিনেই তাঁকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে আমলিয়া গ্রামের বাড়িতে ছত্রধরের বাবা আশুতোষ মাহাতোর মৃত্যু হয়। আদালতের নির্দেশে প্যারোলে ছাড়া পেয়ে শনিবার গভীর রাতে বাবার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন জনগণের কমিটির জেলবন্দি নেতা। রবিবার ভোর পর্যন্ত ঘণ্টা পাঁচেক আমলিয়া গ্রামে ছিলেন ছত্রধর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jhargram parole granted chhatradhar mahato
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE